You will be redirected to an external website

D Gukesh: ইতিহাসের পাতায় গুকেশ,ভারতীয় দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব জয়ের হাতছানি

D-Gukesh:-ইতিহাসের-পাতায়-গুকেশ,ভারতীয়-দাবাড়ু-হিসেবে-বিশ্ব-চ্যাম্পিয়ন-খেতাব-জয়ের-হাতছানি

ভারতীয় দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব জয়ের হাতছানি

বয়স তাঁর মাত্র ১৭। তাতেই বাজিমাত করলেন ডোম্মারাজু গুকেশ (D Gukesh)। ভারতীয় সর্বকনিষ্ঠ দাবাডু হিসেবে তিনি বিশ্ব চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ জানানোর যোগ্যতা অর্জন করেছেন। ভারতীয় গ্র্যান্ড মাস্টার ডি গুকেশ কানাডার টরেন্টোয় ক্যান্ডিডেটস দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি কিংবদন্তি গ্যারি কাস্পারভের চার দশক পুরনো রেকর্ড ভেঙেছেন।

আমেরিকার গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরার সঙ্গে শেষ রাউন্ডে কালো ঘুঁটি নিয়ে গুকেশ ড্র করেন। এর আগে ফ্যাবিয়ানো করুয়ানা ও ইয়ান নেপমনিয়াচির বিরুদ্ধে ড্র হওয়ার ফলে গুকেশের শেষ রাউন্ডে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ড্র প্রয়োজন ছিল। ভারতীয় কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় দাবাড়ু হিসেবে ক্যান্ডিডেটস জিতলেন গুকেশ। ২০১৪ সালে এই টুর্নামেন্টের খেতাব জিতেছিলেন বিশ্বনাথন আনন্দ।

গুকেশ ক্যান্ডিডেটস জেতার পর বিশ্বনাথন আনন্দ সোশ্যাল মিডিয়া সাইট X এ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। বিশ্বনাথন আনন্দ লেখেন, ‘সর্বকনিষ্ঠ চ্যালেঞ্জার হওয়ার জন্য ডি গুকেশকে আন্তরিক অভিনন্দন জানাই। তুমি যে সাফল্য অর্জন করেছো, তার জন্য গোটা দেশ গর্বিত। আমি ব্যক্তিগতভাবেও ভীষণ গর্বিত। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

প্রাণান্তকর-গরমের-দোসর-বিদ্যুৎ-বিভ্রাট,-ত্রাহি-রব-শহরে Read Next

প্রাণান্তকর গরমের দোসর ...