শীত পড়তে না পড়তেই ফের বিষিয়ে উঠল রাজধানীর বাতাস
শীত পড়তে না পড়তেই ফের বিষিয়ে উঠল রাজধানীর বাতাস। দিল্লিতে (Delhi) চরম পরিস্থিতি বায়ুদূষণের (Air Pollution) জেরে। শনিবার সকালেই দিল্লির বাতাসের গুণমান (Air Quality Index) পৌঁছল ৫০৪-এ, যা বিপদসীমার অনেক উপরে। গতকালের তুলনায় আজ বাতাসের গুণমানে সামান্য উন্নতি হলেও, বিষাক্ত পিএম ২.৫ ধূলিকণা বা পার্টিকেল এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া মাত্রার তুলনায় ৮০ গুণ বেশি বলেই জানা গিয়েছে।
গত সপ্তাহ থেকেই দূষণ বেড়েছে দিল্লিতে। এ দিন সকালেও ঘন ধোঁয়াশায় ঢাকা ছিল সমগ্র দিল্লি। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফে জানানো হয়েছে, দিল্লির একাধিক অঞ্চলেই বাতাসের গুণমান ‘চরম’ সীমায় রয়েছে। আনন্দ বিহারে বাতাসের গুণমান রয়েছে ৪৪৮, জাহাঙ্গিরপুরীতে বাতাসের গুণমান ৪২১, দ্বারকায় ৪৩৫ ও ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বাতাসের গুণমান ৪২১-এ রয়েছে।
প্রসঙ্গত, শূন্য থেকে ৫০-র মধ্যে বাতাসের গুণমান বা এয়ার কোয়ালিটি ইনডেক্স থাকলে, তা ‘ভাল’ বলে মনে করা হয়। ৫১ থেকে ১০০-র মধ্যে থাকলে তা ‘সন্তোষজনক’ ও ১০১ থেকে ২০০-র মধ্যে থাকলে তা ‘মাঝামাঝি’ বা ‘সহনশীল’ বলে গণ্য করা হয়। ২০১ থেকে ৩০০-র মধ্যে বাতাসের গুণমান থাকলে তাকে ‘খারাপ’, ৩০১ থেকে ৪০০-র মধ্যে থাকলে ‘খুব খারাপ’, ৪০১ থেকে ৫০০-র মধ্যে থাকলে তা ‘অত্যন্ত খারাপ’ বলে মনে করা হয়।