গরমের দাপট বাড়তেই তীব্র পানীয় জলের সঙ্কট
এপ্রিলের শুরু থেকেই দাপট বাড়াচ্ছে গরম। রোজই একটু একটু করে বাড়ছে সূর্যের তেজ। এরইমধ্যে তীব্র পানীয় জলের সঙ্কট ভুগছেন জয়নগর ১ নম্বর ব্লকের হরিনারায়নপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মণ্ডল পাড়ার বাসিন্দারা। ওই এলাকায় প্রায় চারশোর বেশি পরিবারের বাস। আছে মাত্র একটি টিউবওয়েল। তাও প্রায় দেড় থেকে দু কিলোমিটার দূরে। কিন্তু, পানীয় জলের জন্য ওই ডিপ টিউবওয়েলের উপরই ভরসা করতে হয় এলাকার বাসিন্দাদের। আরও একটি ডিপ টিউবওয়েল থাকলেও তার জল খাওয়ার অযোগ্য বলেও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
এদিকে পিএইচই দফতর থেকে বাড়িতে বাড়িতে আর্সেনিকমুক্ত জলের লাইন দেওয়া হয়েছে। সেই কল থেকে আগে তিন টাইম জলও আসত। কিন্তু, ২ মাসের বেশি সময় ধরে সেই জল আসা বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ। যার জন্যে আরও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীদের। সমস্যার কথা প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দারা।