You will be redirected to an external website

Weather: মিলল পূর্বাভাস, বাংলার ‘দুয়ারে’ ফের হাজির ঠান্ডা

Weather:--মিলল-পূর্বাভাস,-বাংলার-‘দুয়ারে’-ফের-হাজির-ঠান্ডা

পশ্চিমী ঝঞ্ঝা সরতেই আবার ফিরে এল শীত

পশ্চিমী ঝঞ্ঝা সরতেই আবার ফিরে এল শীত। ফের জোরদার উত্তুরে-পশ্চিমী বাতাস। একদিনেই তিন ডিগ্রির বেশি পারদপতন কলকাতায়। তবে এই আবহাওয়া খুব বেশিদিন স্থায়ী হবে না বলেও জানিয়েছে আলিপুর।

কলকাতা থেকে জেলা, সর্বত্রই একই ছবি। এমনকী উত্তরবঙ্গ থেকে পশ্চিমাঞ্চল, যেখানে জানুয়ারি মাসেও শীত কাঁপিয়ে দিয়েছে, সেখানেও গরম অনুভূত হয়েছে। তাতেই মনে বিষাদের মেঘ শীতপ্রেমীদের মনে। এরপরই হাওয়া অফিস জানায় এখনই আশাহত হওয়ার নেই। দ্রুত বদলাতে পরিস্থিতি। ফের কমবে পারা।

সরস্বতী পুজো বরাবরই ঠান্ডার আমেজ দেখেছে বঙ্গবাসী। সেখানে গরম আবহাওয়া যে ভাল লাগবে না তা বলাই যায়। আলিপুর আবহাওয়া অফিসের দেওয়া তথ্য বলছে, কলকাতার তাপমাত্রা এক ঝটকায় নেমেছ অনেকটাই। মহানগরে সর্বনিম্ন তাপমাত্রা নামেছে ১৬.৭ ডিগ্রিতে। ১২-১৩ ডিগ্রির ঘরে জেলার তাপমাত্রা। তবে হালকা শীতের এই আমেজ সাময়িক।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

India-Bangladesh---ভারত-‘জিআই’-তকমা-পেতেই-নড়েচড়ে-বসল-বাংলাদেশ! Read Next

India-Bangladesh - ভারত ‘জিআই’ তকমা ...