ভূমিকম্পে কেঁপে উঠল অসম
ফের ভূমিকম্প ! তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল অসম, গোটা উত্তর ভারত সহ বাংলাদেশের একাধিক জায়গা। অসমের গুয়াহাটি এই ভূমিকম্পপর কেন্দ্রস্থল বলে জানা যাচ্ছে। মৃদু কম্পন অনুভব করা গেছে উত্তরবঙ্গেও ।
সোমবার ফের ভূমিকম্পে কেঁপে উঠল অসম। আজ বিকেল ৪ টে বেজে ৫২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় অসমের গুয়াহাটিতে। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৭। পাশাপাশি প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভূটানেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎস স্থল অসমের গুয়াহাটি থেকে ১৮ কিলোমিটার দূরে।
প্রসঙ্গত, আজ আবার ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক। আফসিনের দক্ষিণ-পশ্চিমে ২৩ কিলোমিটার দূরে কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলের কম্পণের তীব্রতা ৪। আফসিন তুরস্কের একটি শহর। জানা গিয়েছে, ভূমিকম্পটি আসে ভোর ৪.২৫ মিনিটে। এখন পর্যন্ত কোনও ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।