You will be redirected to an external website

৮০ কোটি দেশবাসীকে আরও পাঁচ বছর বিনামূল্যে রেশন: নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী

৮০-কোটি-দেশবাসীকে-আরও-পাঁচ-বছর-বিনামূল্যে-রেশন:-নির্বাচনী-প্রচারে-প্রধানমন্ত্রী

আগামী সপ্তাহে বিধানসভা ভোট ছত্তীসগঢ়ে

আগামী সপ্তাহে বিধানসভা ভোট ছত্তীসগঢ়ে। তার আগে শনিবার সে রাজ্য প্রচারে গিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী পাঁচ বছর ৮০ কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে রেশন সরবরাহ করার কথা ঘোষণা করেন তিনি। 

প্রচারসভায় উপস্থিত জনতার উদ্দেশে মোদী বলেন, ‘‘আমি সিদ্ধান্ত নিয়েছি, বিজেপি সরকার দেশের ৮০ কোটির বেশি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প আরও ৫ বছর বাড়িয়ে দেবে। মানুষের ভালবাসা এবং আশীর্বাদ সব সময় আমাকে পবিত্র সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয়।’’

নির্বাচনী প্রচারে শনিবার ভোটমুখী ছত্তীসগঢ়ে গিয়েছেন মোদী। সে রাজ্যের দুর্গ এলাকার একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

এ দিকে, শুক্রবারেই রায়পুরের এক জনসভায় ছত্তীসগঢ় বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির ইস্তাহার প্রকাশ্যে এনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাম দেওয়া হয়েছে ‘মোদী কি গ্যারান্টি ২০২৩’। সেই ইস্তাহারে অন্য অনেক প্রতিশ্রুতির মধ্যে রয়েছে স্বাস্থ্যবীমা প্রকল্প, রান্নার গ্যাসে ভর্তুকি এবং রাজ্যের দরিদ্র মানুষকে বিনামূল্যে অযোধ্যার রামমন্দির পরিদর্শন করানোর প্রতিশ্রুতিও। এর পর শনিবার প্রধানমন্ত্রীও ছত্তীসগঢ়ে গিয়ে বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করলেন।

শনিবারের জনসভায় ভাষণ দেওয়ার সময় মোদী ছত্তীসগঢ়ের ক্ষমতাসীন কংগ্রেস সরকারকেও কটাক্ষ করেছেন মোদী। ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেলের নাম না করে অনলাইনে বেআইনি জুয়া চালানোর অ্যাপ ‘মহাদেব বেটিং অ্যাপ’ নিয়ে কংগ্রেসকে খোঁচা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রচারসভায় উপস্থিত জনতার উদ্দেশে মোদী বলেন, “এই রাজ্যের কংগ্রেস সরকার আপনাদের লুট করতে কোনও সুযোগই ছাড়ছে না। এমনকি মহাদেবের নামে লুট করতেও ছাড়ছে না তারা।”

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Delhi-Pollution:-দিল্লির-দূষণের-জন্য-যোগী-সরকারকেই-দুষলেন-পরিবেশমন্ত্রী Read Next

Delhi Pollution: দিল্লির দূষণের জন...