You will be redirected to an external website

তাপমাত্রার সঙ্গে তাল মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠছে বাজারের মুল্যবৃদ্ধি

তাপমাত্রার-সঙ্গে-তাল-মিলিয়ে-উত্তপ্ত-হয়ে-উঠছে--বাজারের-মুল্যবৃদ্ধি-

অনিয়মিত বৃষ্টির ধাক্কায় মাঠেই নষ্ট হয়েছে আলু-সহ একাধিক সবজি ।

অনিয়মিত বৃষ্টিপাতের জেরে চলতি মরশুমে একাধিক সবজি উৎপাদনে ব্যাঘাত ঘটেছে। মূলত  বৃষ্টির ধাক্কায় মাঠেই নষ্ট হয়েছে আলু-সহ একাধিক সবজি। এর জেরে বাজার ক্রমশ আগুন হচ্ছে। শীতকালে কলকাতা তথা জেলায় রেকর্ড পরিমাণে সস্তা হয়েছিল সবজি। ফলে একাধিক জিনিস কম দামেই কিনতে পারছিল আমজনতা। শুধুমাত্র যে শীতকালীন সবজিগুলি কম দামে পাওয়া যাচ্ছিল, বিষয়টি মোটেই তেমন ছিল না। শীতের নানা মরশুমি সবজির পাশাপাশি দাম কমেছিল একাধিক বারোমাসি সবজিরও। নানা সবজির মধ্যে সবচেয়ে কম দামে মিলছিল আলু। তবে  গ্রীষ্মের শুরুতেই এবার সেই আলুর দামও বাড়ল অনেকটাই।

যেমন যদি শীতকালীন বাজার দরের সঙ্গে তুলনা করা হয়, তাহলে দেখা যাবে জ্যোতি আলুর প্রতি কেজির দাম ছিল 10 টাকা। সেই দাম এসে দাঁড়িয়েছে 15 টাকাতে। চন্দ্রমুখী আলুর প্রতি কেজি 16- 17 টাকা থেকে বেড়ে হয়েছে 22- 23 টাকা।পাশাপাশি, মাংসের দাম রয়েছে যথেষ্ট চড়া। কলকাতায় 210- 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চিকেন। গোটা মুরগির দাম 137- 152 টাকা প্রতি কেজি। পাশাপাশি প্রতি কেজি মাটনের দাম রয়েছে 720- 780 টাকা।জানুয়ারি মাসেও ৫ টাকায় মিলছিল ফুলকপি। তার দাম বেড়ে হয়েছে ১০ টকা। ৮ টাকা কেজির ওলকপির দাম হয়েছে ২০ টাকা কেজি। উচ্ছে বিকোচ্ছে ৬০ টাকা কজি দরে। এঁচড় কেজি প্রতি ৫০ টাকা। ৭ টাকা পিসের বাঁধাকপি হয়েছে ১৫ টাকা পিস। গাজর বিট বিকোচ্ছে ৫০ টাকা কেজি দরে। তবে এখনও সস্তা কুমড়ো, টমেটোর মতো সবজি। নাগালে রয়েছে আলুর দামও। জ্যোতি আলু কেজি প্রতি ১০-১২ টাকা। চন্দ্রমুখী আলুর দাম কেজি প্রতি ২০-২২ টাকা। হিমাঙ্গি আলু ১৫-১৬ টাকা কেজি।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

মুখ্যমন্ত্রীকে-প্রাক্তন-করার-হুঁশিয়ারি-শুভেন্দুর-! Read Next

মুখ্যমন্ত্রীকে প্রাক্ত...