You will be redirected to an external website

Winter: বাংলায় হেমন্তের ছোঁয়া,অক্টোবরের শেষেই জাঁকিয়ে ঠান্ডা বাংলায়?

Winter:-বাংলায়-হেমন্তের-ছোঁয়া,অক্টোবরের-শেষেই-জাঁকিয়ে-ঠান্ডা-বাংলায়?

অক্টোবরের শেষেই জাঁকিয়ে ঠান্ডা বাংলায়?

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে প্রায় ২ ডিগ্রি নামল পারদ। জেলায় ১৮-১৯ ডিগ্রিতে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। তবে শীত আসতে ঢের দেরি। পুজোর সময় থেকেই কার্যত শুকনো বাংলার আবহাওয়া। দশমী-একাদশীতে কয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও ভারী বৃষ্টি হয়নি কোথাও। পুজো মিটতেই রোদঝলমলে আকাশ দেখা গিয়েছে গোটা বাংলাতেই।

আগামী কয়েকদিন শহর কলকাতা-সহ সমস্ত জেলাতেই রাতের তাপমাত্রা নিম্নমুখী থাকবে বলে জানাচ্ছে মৌসম ভবন। মোটের উপর অক্টোবরের শেষ সপ্তাহে হেমন্তের মনোরম পরিবেশ থাকবে গোটা বাংলা। মিলবে হিমেল পরশ। পশ্চিমের জেলাগুলিতে তাপামাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। শেষ হয়েছে দখিনা বাতাসের ইনিংস। ধীরে ধীরে গোটা বাংলাতেই প্রভাব বিস্তার করতে শুরু করবে উত্তর-পশ্চিম ও উত্তরের হাওয়া। 

কেটে পশ্চিমা ঝঞ্ঝার প্রভাব। ইতিমধ্যেই জেলায় জেলায় ঢুকতে শুরু করেছে উত্তরে হাওয়া। তবে নভেম্বরের শুরুতেই বেশ খানিকটা হাওয়া বদল হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে নভেম্বরের প্রথম তিন চার দিনে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather:-নভেম্বরের-আগেই-রাজ্যে-পারদ-পতন,-কবে-থেকে-আবার-বাড়বে-তাপমাত্রা? Read Next

Weather: নভেম্বরের আগেই রাজ্য...