পুজোর শেষ দিকে চিন্তা বাড়াচ্ছে নিম্নচাপ
পুজোর শেষ দিকে চিন্তা বাড়াচ্ছে নিম্নচাপ। অন্ধ্র-ওড়িশা উপকূলে এসে রিকার্ভ করতে পারে নিম্নচাপ। উপকূল বরাবর এটি উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসার সম্ভাবনা।গতিপথ পরিবর্তন করলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বাংলায়। সঙ্গে উপকূলের জেলায় হালকা ঝোড়ো হাওয়া। দশমী থেকে দ্বাদশী পর্যন্ত দুর্যোগ বাড়তে পারে।অষ্টমী পর্যন্ত রাজ্যে উত্তর পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব। রবিবার পর্যন্ত পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সোমবার থেকে হাওয়া বদল। সোমবার অর্থাৎ নবমীর দিন উপকূলের জেলায় মেঘলা আকাশ হালকা বৃষ্টির সম্ভাবনা।
মঙ্গলবার, দশমীর দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। উপকূলের জেলাগুলিতে হালকা ঝোড়ো হাওয়া সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রেইনি ডে পরিস্থিতি বেশ কিছু জেলায়।পুজোর মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে।পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ২৩ অক্টোবর অর্থাৎ নববীর দিন এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এরপর অন্ধ্র ও ওড়িশা উপকূলে এসে এটি গতিপথ পরিবর্তন করতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে এটি আরও শক্তিশালী হয় কিনা সেদিকেই নজর রাখছেন আবহাওয়াবিদরা। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণা বাতাসে ভর করে জলীয় বাষ্প ঢুকবে। বৃষ্টির সম্ভাবনা বাড়বে উপকূলের জেলাগুলিতে।লাক্ষাদ্বীপ ও সংলগ্ন কেরল উপকূলের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ-পূর্ব এবং পূর্ব মধ্য আরবসাগরে এই সিস্টেম আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে।