তুষারধস নামল কেদারনাথ মন্দির চত্বরে
তুষারধস নামল কেদারনাথ মন্দির চত্বরে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। একেবারে কেদারনাথ মন্দিরের পিছনের পাহাড়ে তুষারধস নামে। সেই ভয়াবহ তুষারধসের ঘটনা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, পাহাড়ের গা বেয়ে ধোঁয়ার মতো নেমে আসছে সাদা বরফ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ হঠাৎ করেই উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার কেদারনাথ মন্দির-সংলগ্ন পাহাড়ে তুষারধস নামে। কেদারনাথ মন্দিরের ঠিক পিছনে সুমেরু পাহাড়ে ভয়াবহ তুষারধস নামে। পাহাড়ের গা বেয়ে নামতে থাকে সাদা বরফের আস্তরণ। তবে ঘটনার সময় ওই এলাকায় কেউ ছিল না। ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার জানান, তুষারধসে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল পুণ্যার্থীদের জন্য কেদারনাথ মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়। এবছর বহু সংখ্যক পুণ্যার্থী কেদারনাথ মন্দির দর্শন করেছেন। তবে এর মধ্যে বেশ কয়েকবার প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী হয়েছে কেদারনাথ। টানা বৃষ্টি ও তার জেরে ভূমিধসের ঘটনা ঘটেছে কেদারনাথ, বদ্রীনাথ-সহ উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকায়। দুই প্রদেশে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বহু মানুষের মৃত্যুও হয়েছে।