You will be redirected to an external website

বাইক নিয়ে হাতিকে ধাক্কা মারতে গিয়ে কোনও ক্রমে রক্ষা, ক্ষিপ্রতার সঙ্গে পাশ কাটাল হাতি

বাইক-নিয়ে-হাতিকে-ধাক্কা-মারতে-গিয়ে-কোনও-ক্রমে-রক্ষা,-ক্ষিপ্রতার-সঙ্গে-পাশ-কাটাল-হাতি

হাতিকে বাইক নিয়ে ধাক্কা মারতে গিয়ে কোনও ক্রমে রক্ষা

রাস্তা দিয়ে দ্রুত গতিতে বাইক ছুটিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। সেই সময় হঠাৎই একটি হাতি সামনে এসে পড়ে। সেটিও রাস্তা পার করার চেষ্টা করছিল। হাতি হঠাৎ সামনে এসে যাওয়ায় একটু বেসামাল হয়ে গিয়েছিলেন বাইকচালক। হাতির প্রায় পায়ের নীচে পিষ্ট হয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু কোনও রকমে সামলে নেন। বাইকচালক যেমন নিজেকে সামলে নিয়েছিলেন, পাল্টা হাতিটিও বিপদ বুঝতে পেরে ক্ষিপ্রতার সঙ্গে নিজেকে সরিয়ে নিয়েছিল।

ভারতীয় বনাধিকারিক সুশান্ত নন্দ এই ভিডিয়োটি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, একটি হাতি রাস্তা পার হচ্ছে। সবে সেটি রাস্তার মাঝ বরাবর এসেছিল, আর তখনই এক বাইকচালক সেটির খুব সামনে চলে যান। পিছন থেকে তখন ‘গেল গেল’ রব উঠেছিল। কিন্তু কোনও ক্রমে বাইকচালক বেঁচেছেন। আর হাতিটিও নিজেকে সামলে নিয়েছিল।

সাধারণত হাতি রাস্তা পার হলে গাড়িচালকরা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে পড়েন। হাতি রাস্তা পার হওয়ার পরই ফের গাড়ি চলাচাল শুরু হয়। কিন্তু এখানে যে ঝুঁকি নিয়ে বাইকচালক হাতিটির একদম সামনে চলে গিয়েছিলেন, তাতে যে কোনও মুহূর্তে তাঁর মৃত্যু হতে পারত বা বড়সড় দুর্ঘটনার শিকার হতে পারতেন। কিন্তু ওই যে কথায় আছে, রাখে হরি তো মারে কে! বাইকচালক বেঁচে গিয়েছেন বরাতজোরে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট�...

এবার-পরোটা-খেলেও-দিতে-হবে-১৮-শতাংশ-GST!-‘ইংরেজরাও-এত-কর-বসায়নি’,-তোপ-বিরোধীদের Read Next

এবার পরোটা খেলেও দিতে হব�...

Related News