অভিষেকের নবজোয়ারের পাল্টা বিজেপির ‘পঞ্চায়েত পদযাত্রা’
পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তর থেকে দক্ষিণে নবজোয়ার যাত্রা শুরু করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এবার পদযাত্রা কর্মসূচির কথা ঘোষণা করল বিজেপি যুব মোর্চাও৷ পদ্ম শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‘প্রথম পর্যায়ে ভারতীয় জনতা যুব মোর্চার গ্রাম সম্পর্কিত অভিযান সফল ভাবে সুসম্পন্ন হয়েছে। এরপর ভারতীয় জনতা যুব মোর্চা দ্বিতীয় পর্যায়ের প্রথম পর্বে নতুন অভিযান শুরু করবে৷ আর এই অভিযান শুরু হবে জলপাইগুড়ির থেকে। আগামী জুন মাসের মধ্যে সম্পূর্ণ হবে এই পদযাত্রা কর্মসূচির দ্বিতীয় পর্যায়ও। এই পর্বে ৫০ টি বিধানসভা কেন্দ্রের ৫০০টি গ্রামে পৌঁছবে যুব মোর্চা। ’’
বিজেপি সূত্রের খবর, এবারের এই পথযাত্রা পাড়ি দেবে মোট ৫০০০ কিলোমিটার৷ এই কর্মসূচির মাধ্যমে ২০০ টি গ্রামীণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১ হাজারটি গ্রাম পঞ্চায়েতে এবং ৫ হাজারটি গ্রামে পৌঁছবেন যুব মোর্চার কার্যকর্তারা।
জানানো হয়েছে, প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের কমপক্ষে ২৫ কিলোমিটার পথের উপর দিয়ে যাবে বিজেপি যুব মোর্চার এই মিছিল। যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্যও যুব মোর্চার এই পঞ্চায়েত পদযাত্রায় অংশগ্রহণ করবেন। এছাড়াও, থাকবেন দলের বিধায়ক, সাংসদ, এমনকী, কেন্দ্রীয় নেতৃত্ব। ২১ দিন ধরে চলবে এই পদযাত্রা।