You will be redirected to an external website

রাজ্য জুড়ে ‘যুবতী সম্মেলন’ করবে যুব বিজেপি,ভোট ঝুলিতে আনাই লক্ষ্য বিজেপির

রাজ্য-জুড়ে-‘যুবতী-সম্মেলন’-করবে-যুব-বিজেপি,ভোট-ঝুলিতে-আনাই-লক্ষ্য-বিজেপির

নির্বাচনে রাজ্য থেকে ৩৫ আসন জেতার লক্ষ্য বিজেপির

লোকসভা নির্বাচনে রাজ্য থেকে ৩৫ আসন জেতার লক্ষ্য বিজেপির। আর সেই লক্ষ্যপূরণের জন্য নানা ভাগে ভোটারদের ধরতে চাইছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই নতুন ভোটারদের কাছে টানার কর্মসূচি নেওয়া হয়েছে। এ বার আলাদা করে যুবতী ভোটারদের কাছে পৌঁছতে চায় রাজ্য বিজেপি। এমন নির্দেশ অবশ্য এসেছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকেই। বুধবার কলকাতার আইসিসিআর-এর সভাকক্ষে বিজেপির ‘সংযুক্ত মোর্চা বৈঠক’ বসেছে। দলের সাতটি মোর্চার রাজ্য নেতৃত্বকে নিয়ে বসা সেই বৈঠকেই যুব মোর্চাকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে খবর।

পর্যালোচনা করতে গিয়ে বিজেপি দেখেছিল মহিলাদের ভোট কম এসেছে পদ্ম প্রতীকে। এর মধ্যে আবার কমবয়সি বা নতুন মহিলা ভোটাররা বিজেপির পক্ষে রায় দেননি। কমবয়সি মহিলাদের দলের কাজে টানার ক্ষেত্রেও বিজেপি অনেকটা পিছিয়ে। দলের মহিলা মোর্চার বেশির ভাগ সদস্যই চল্লিশোর্ধ্ব এবং বিবাহিত। যুব মোর্চায় মহিলা থাকলেও সেই সংখ্যা খুবই কম। এ বার তাই কমবয়সিদের নিয়ে ‘মহিলা সম্মেলন’ করার নির্দেশ দেওয়া হয়েছে। কারা আসতে পারবেন সেই সম্মেলনে তা-ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যুব মোর্চাকে। বলা হয়েছে, ১৮ থেকে ৩৫-এর মধ্যে বয়স এমন মহিলাদেরই আনা যাবে। প্রসঙ্গত, এই বয়সের মহিলার অভাব বিজেপির সংগঠনেও রয়েছে।

তবে শুধু মহিলা নয়, কমবয়সি পুরুষ ভোট টানতে কর্মসূচি নেওয়ার জন্য যুব মোর্চাকে নির্দেশ দেওয়া হয়েছে বুধবারের বৈঠকে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, নতুন ভোটারদের নিয়েও জেলায় জেলায় সম্মেলন করতে হবে লোকসভা নির্বাচনের আগে। ‘যুবতী সম্মেলন’-এর দিনক্ষণ ঠিক না হলেও নতুন ভোটারদের কাছে টানার কর্মসূচি চূড়ান্ত হয়ে গিয়েছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালনের পরে ১৩ জানুয়ারি থেকেই বুথে বুথে গিয়ে নতুন ভোটারদের চিহ্নিত করতে হবে। তাঁদের কাছে বিজেপির নীতি, আদর্শ এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে কথা বলতে হবে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

কেরলে-গিয়েছেন-প্রধানমন্ত্রী-,মোদীর-জনসভায়-২-লক্ষ-মহিলার-সমাগম Read Next

কেরলে গিয়েছেন প্রধানমন্...