You will be redirected to an external website

ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করল বিজেপি, অভিষেকের বিরুদ্ধে যুদ্ধে নামছেন কে?

ডায়মন্ড-হারবারে-প্রার্থী-ঘোষণা-করল-বিজেপি,-অভিষেকের-বিরুদ্ধে-যুদ্ধে-নামছেন-কে?

ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করল বিজেপি

 ডায়মন্ড হারবারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিল বিজেপি। অভিষেকের বিরুদ্ধে লোকসভা ভোটে লড়তে নামছেন বিজেপির অভিজিৎ দাস ওরফে ববি। এই নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের ৪২তম এবং সর্বশেষ প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি।

বঙ্গ রাজনীতিতে অভিজিৎ সে ভাবে পরিচিত নাম না হলেও দক্ষিণ ২৪ পরগনার রাজনীতিতে চেনা মুখ ববি। দক্ষিণ ২৪ পরগনার বিজেপি জেলা সভাপতিও ছিলেন একসময়ে। উল্লেখ্য, ২০১৪ সালেও অভিষেকের বিরুদ্ধে লড়েছিলেন ববি। তবে জয় থেকে সে বছর ছিলেন অনেক দূরে। অভিষেক যেখানে ৫ লক্ষের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন, ববি সেখানে পেয়েছিলেন দু’লক্ষের সামান্য বেশি ভোট। ২০১৯ সালে তাঁকে আর টিকিট দেয়নি বিজেপি।

বিজেপি সূত্রে খবর, সঙ্ঘ পরিবারের যুক্তি ছিল, আরএসএস-এর পুরনো কর্মী ববি। বিভিন্ন সময়ে বিজেপি এবং সঙ্ঘের নানা দায়িত্ব পালন করেছেন তিনি। ডায়মন্ড হারবারের রাজনীতির সঙ্গেও ওতপ্রোত ভাবে জড়িত। তাই অভিষেকের সঙ্গে লড়াই যদি কেউ করতে পারেন, তা হলে তিনিই পারবেন। বিজেপির অন্য একাংশের যুক্তি ছিল, তৃণমূলের সেনাপতি অভিষেকের বিরুদ্ধে লড়াইয়ে নামা সহজ হবে না। তাই প্রার্থী এমন কাউকে করতে হবে, যাঁর নামের ভারেই বিজেপির ভোটব্যাঙ্ক উপচে পড়ে। আর তার জন্য বাইরে থেকে কোনও পরিচিত মুখকে অভিষেকের বিরুদ্ধে আনার দাবিও তুলেছিলেন তাঁরা। আর দুই পক্ষের যুক্তি-পাল্টা যুক্তির কারণেই এত দিন ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী ঘোষণা করতে পারেনি বলে দলীয় সূত্রে খবর। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather:-আরও-বাড়বে-তাপমাত্রা,-দক্ষিণবঙ্গের-কয়েকটি-জেলায়-তাপপ্রবাহের-সতর্কতা Read Next

Weather: আরও বাড়বে তাপমাত্রা...