You will be redirected to an external website

কর্ণাটকে কংগ্রেসকে সুযোগ দেওয়া মানে উন্নয়নকে পিছিয়ে দেওয়া?

কংগ্রেসের বিরুদ্ধে ফের আক্রমণ বিজেপির !

কংগ্রেসের বিরুদ্ধে ফের আক্রমণ শোনালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শুক্রবার কর্ণাটকের বিদরে শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমের একটি অনুষ্ঠানে নাড্ডা বলেছেন, আমি যখন কংগ্রেসের কথা বলি, তখন বুঝতে পারি তাঁরা একটাই কাজ করেছে যা দেশের ঐক্যকে ভেঙে দিচ্ছে। কংগ্রেস সমাজ ও দেশকে বিভিন্ন অংশে বিভক্ত করেছে।

নাড্ডা আরও বলেছেন, কর্ণাটকে কংগ্রেসকে সুযোগ দেওয়ার অর্থ কর্ণাটকে ডাবল ইঞ্জিন সরকার থেকে বিরত রাখা এবং কর্ণাটকের উন্নয়নকে পিছিয়ে দেওয়া। নাড্ডা আরও বলেছেন, কর্ণাটকের জনগণের কল্যাণ নিশ্চিত করাই আমাদের মূলমন্ত্র এবং কংগ্রেসের মূলমন্ত্র হল কর্ণাটকের জনগণ ও দেশকে লুট করা। এটা সত্য যে কংগ্রেস মানে দুর্নীতি, আর কংগ্রেস মানে কমিশন এবং অপরাধীকরণ। 

নাড্ডার কথায়, স্বাধীনতার পর থেকে কংগ্রেস দেশ ভাগ করা ছাড়া আর কিছুই করেনি। কংগ্রেস ভাষার ভিত্তিতে, অঞ্চলের ভিত্তিতে, বিশ্বাসের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে বিভাজন করেছে, আর কী নয়! সবকিছু বিভক্ত করার প্রচেষ্টায়, তারা নিজেরাই ''বিভক্ত'' হয়ে শেষ হয়েছে, তাদের আর কিছুই নেই।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

শনিবার-হালকা-থেকে-মাঝারি-বৃষ্টিতে-ভিজতে-পারে-দক্ষিণবঙ্গের-৮-জেলা Read Next

শনিবার হালকা থেকে মাঝার...