You will be redirected to an external website

Dilip Ghosh: দিলীপকে দলের পদ থেকে সরিয়ে দিল বিজেপি, এখন তিনি শুধুই মেদিনীপুরের সাংসদ

Dilip-Ghosh:-দিলীপকে-দলের-পদ-থেকে-সরিয়ে-দিল-বিজেপি,-এখন-তিনি-শুধুই-মেদিনীপুরের-সাংসদ

দিলীপকে দলের পদ থেকে সরিয়ে দিল বিজেপি

রাজ্য সভাপতি পদ খোয়ানোর পরে সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়েছিল দিলীপ ঘোষকে। কিন্তু এ বার সেই পদ খোয়ালেন দিলীপ। এখন তিনি শুধুই মেদিনীপুরের সাংসদ। শনিবার সকালে সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা যে নতুন কমিটি ঘোষণা করেছেন তাতে দিলীপের নাম নেই। বিজেপি সূত্রে খবর, বার বার তাঁর মুখে লাগাম পরানোর চেষ্টা সত্ত্বেও দিলীপ তাতে কান দেননি। এই কারণেই তাঁকে দলীয় পদ থেকে সরানো হল।

গত কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল দিলীপকে সর্বভারতীয় দায়িত্ব থেকে সরিয়ে কেন্দ্রের মন্ত্রী করা হবে। কিন্তু সে ক্ষেত্রে আগে কেন্দ্রীয় মন্ত্রী করে পরে দলীয় পদ থেকে সরানোই দস্তুর। তবে তার আগেই দিলীপকে সর্বভারতীয় পদ থেকে সরিয়ে দেওয়ার মধ্যে অন্য ইঙ্গিত পাচ্ছেন রাজ্য বিজেপির নেতারা। বিজেপি শিবির বলছে, অনেক দিন ধরেই দিলীপকে নিয়ে অসন্তোষ ছিল কেন্দ্রীয় নেতৃত্বের। নিজের মতো করে কাজ করে, মন্তব্য করে তিনি দলের অনুশাসন মানছেন না বলে অভিযোগ ছিল। 

তবে দিলীপের দাবি পুরোপুরি ঠিক নয়। নড্ডার ঘোষিত নতুন সর্বভারতীয় কমিটিতে বেশ কয়েক জন সাংসদ রয়েছেন। সর্বভারতীয় সহ-সভাপতি পদে রয়েছেন আরও তিন জন সাংসদ। ছত্তিশগড়ের সরোজ পাণ্ডে, উত্তরপ্রদেশের রেখা বর্মা, লক্ষ্মীকান্ত বাজপেয়ী। দিলীপকে সরিয়ে দেওয়ার ফলে এখন বিজেপির সর্বভারতীয় কমিটিতে বাংলার প্রতিনিধি রইলেন শুধু অনুপম হাজরা। আগের মতোই তিনি সর্বভারতীয় সচিব পদে রয়েছেন। উল্লেখযোগ্য, বাংলার প্রাক্তন পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এ বারেও সর্বভারতীয় সাধারণ সম্পাদক থাকছেন। একটা সময় শোনা গিয়েছিল, দলের কাজের মধ্যে সে ভাবে না থাকার জন্য তাঁকে সর্বভারতীয় কমিটি থেকে ছেঁটে দেওয়া হতে পারে। তবে বিজেপিতে গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক পদে আট জনের মধ্যে কৈলাসের নাম রয়েছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Rain-Alert-:-কলকাতায়-আংশিক-মেঘলা-আকাশ,বজ্রবিদ্যুৎ-সহ-হালকা-থেকে-মাঝারি-বৃষ্টির-সম্ভাবনা- Read Next

Rain Alert : কলকাতায় আংশিক মেঘ...