রাস্তা শুদ্ধিকরণ বিজেপির ! সংগৃহীত ছবি
বৃহস্পতিবার সকালে আচমকাই ঝাঁটা হাতে নিয়ে আর গঙ্গা জলের জার নিয়ে শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে হাজির হন কর্মী সমর্থকরা, সঙ্গে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই, ও মহিলা মোর্চার কর্মী সমর্থকরা। জিতেন্দ্রকে আক্রমণের পালটা, গঙ্গাজলে অভিষেকের কর্মসূচির রাস্তা শুদ্ধিকরণ বিজেপির
অভিষেক নবজোয়ার কর্মসূচিতে যে রাস্তা দিয়ে আসেন সেখানে গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করল বিজেপি ৷ গতকাল জিতেন্দ্র তিওয়ারিকে কয়লা চোর বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তার পালটা 'পথ শুদ্ধিকরণ' আন্দোলনে নামলেন বিজেপির কর্মী সমর্থকরা।
দুর্গাপুরে রাজীব গান্ধী স্মারক ময়দানে রাত্রি যাপন করে আজ বাঁকুড়াতে যাবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আর তার আগেই দুর্গাপুরের সিটি সেন্টারে দুর্গাপুর নগর নিগম চার মাথা মোড় সংলগ্ন জাতীয় সড়কের আসানসোলগামী সার্ভিস রোড গঙ্গাজল ছিটিয়ে ঝাঁট দিলেন BJP কর্মী সমর্থকরা।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন দুর্গাপুরে, সেই রাস্তাগুলি শুদ্ধিকরণ করতে গঙ্গা জল ছিটিয়ে ঝাঁটা দিয়ে পরিষ্কার করলাম। কারণ এই শহরকে কলুষিত হওয়ার হাত থেকে বাঁচানোর দায়িত্ব আমাদেরকেই নিতে হবে”। BJP-র এই কর্মসূচিকে পালটা কটাক্ষ করেছে তৃণমূল নেতৃত্ব। সব মিলিয়ে শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের বুকে BJP-র অভিনব এই কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের কৌতূহল চরমে উঠেছিল।