You will be redirected to an external website

Sukanta Majumdar: ‘ভাগ্য জোরে বেঁচে গিয়েছি’, কনভয় দুর্ঘটনার পর বললেন সুকান্ত

Sukanta-Majumdar:-‘ভাগ্য-জোরে-বেঁচে-গিয়েছি’,-কনভয়-দুর্ঘটনার-পর-বললেন-সুকান্ত

দুর্ঘটনার কবলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

দুর্ঘটনার কবলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কনভয়। কলকাতা থেকে ধুবুলিয়া যাচ্ছিলেন তিনি। এক কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য রবিবার ধুবুলিয়া যাচ্ছিলেন। সেখানে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়ে তাঁর কনভয়। শান্তিপুর থানা এলাকার গোবিন্দপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনা। 

সুকান্ত মজুমদারের কথায়, “তদন্ত হওয়া দরকার। কেন একটা বাস এভাবে স্লো হল তা জানা দরকার। জানতে হবে কেন এই দুর্ঘটনা ঘটানো হল। পুলিশ ছিল না। ব্যারিকেড তৈরি করা ছিল। আমাদের ৩-৪ জনের লেগেছে। আমি ভাগ্য জোরে বেঁচে গিয়েছি। এর তদন্ত হওয়া উচিত। বারবার কেন আমার সঙ্গে এ ধরনের ঘটনা ঘটছে।”

শনিবারই বিজেপি এ রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ২০টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে। আবারও বালুরঘাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুকান্ত মজুমদার। ইতিমধ্যেই প্রচারপর্ব শুরু হয়ে গিয়েছে। তবে সুকান্ত যেহেতু রাজ্য সভাপতিও, ফলে রাজ্যের অন্যান্য কেন্দ্রেও প্রচারে যাওয়ার কথা তাঁর। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Fire-in-Bhopal:-ঘণ্টা-দেড়েকের-চেষ্টায়-মধ্যপ্রদেশের-সচিবালয়ের-আগুন-নিয়ন্ত্রণে Read Next

Fire in Bhopal: ঘণ্টা দেড়েকের চে...