একুশে জুলাইয়ের দিনই পাল্টা কর্মসূচি বিজেপি-র
তৃণমূলের একুশে জুলাইয়ের কর্মসূচির দিনই রাজ্য জুড়ে বিডিও অফিস ঘেরাও অভিযানে ডাক দিল বিজেপি৷ পঞ্চায়েত ভোটে বিডিও-দের শাসক দলের হয়ে পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধেই এই কর্মসূচির ঘোষণা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ পঞ্চায়েত নির্বাচনে হিংসার প্রতিবাদে এ দিন কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে রাজ্য বিজেপি৷ সেই মিছিল শেষেই এই ঘোষণা করেন
একা সুকান্ত মজুমদার নন, একুশে জুলাইয়ের সমাবেশের আগে এ দিন তৃণমূলকে চাপে ফেলতে ফের নয়া হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারীও৷ বিরোধী দলনেতার দাবি, আগামী সপ্তাহেই তৃণমূল সরকারের নতুন দুর্নীতির তথ্য প্রকাশ্যে আনবেন তিনি৷শুভেন্দু অধিকারী বলেন, আমাদের যা সাংগঠনিক শক্তি ছিল তাতে এবারে আমরা ৬০ হাজার প্রার্থী দিতে পারতাম। আগামী দিনেও পথে নেমে আন্দোলন করার পাশাপাশি আইনে লড়াই চলবে। আমাদের লক্ষ্য এই তৃণমূল সরকারকে উৎখাত করা। শুধুমাত্র কলকাতায় রাজপথেই মিছিল নয়, আগামী দিনে রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল করা হবে।