You will be redirected to an external website

Uttarakhand: উত্তরাখণ্ডে আবার ধস, বন্ধ বদ্রীনাথ জাতীয় সড়ক,তীর্থযাত্রীরা

Uttarakhand:-উত্তরাখণ্ডে-আবার-ধস,-বন্ধ-বদ্রীনাথ-জাতীয়-সড়ক,তীর্থযাত্রীরা

ধসের কারণে আবার বন্ধ রাখা হল বদ্রীনাথ জাতীয় সড়ক

ধসের কারণে আবার বন্ধ রাখা হল বদ্রীনাথ জাতীয় সড়ক। উত্তরাখণ্ডের চামোলি জেলার ছিঁকাও এলাকায় সাত নম্বর জাতীয় সড়ক শনিবার বন্ধ রাখা হয়েছে। ক’দিন আগেও ধসের কারণে বদ্রীনাথ যাওয়ার রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। শুক্রবারই শুরু হয় যান চলাচল। কিন্তু আবার ধসের কারণে থমকে গেল গাড়ি চলাচল। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এই খবর জানা গিয়েছে।

এর জেরে আটকে পড়েছেন বহু পর্যটক এবং তীর্থযাত্রী। জাতীয় সড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ধ্বংসস্তূপ সরিয়ে দ্রুত রাস্তা যান চলাচলের উপযোগী করার কাজ চলছে।

কয়েক দিন আগে হিমাচলপ্রদেশেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। বৃষ্টির কারণে মাণ্ডি থেকে কুলু যাওয়ার জাতীয় সড়কে ধস নামে। ১৫ কিলোমিটার রাস্তায় যানজট তৈরি হয়। তাতে আটকে পড়েন প্রায় ২০০ জন। বেশিরভাগই পর্যটক ছিলেন। চরম দুর্ভোগের মধ্যে পড়েন তাঁরা।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

সবজির-আকাশছোঁয়া-দাম!-দ্রব্যমূল্য-বৃদ্ধি-নিয়ে-আজ-জরুরি-বৈঠক-নবান্নে Read Next

সবজির আকাশছোঁয়া দাম! দ্র...