You will be redirected to an external website

বালুর বোলপুর, সল্টলেকের বাড়ি বাজেয়াপ্ত! ৪৮টি সম্পত্তি ‘অ্যাটাচ’ করল ইডি

বালুর-বোলপুর,-সল্টলেকের-বাড়ি-বাজেয়াপ্ত!-৪৮টি-সম্পত্তি-‘অ্যাটাচ’-করল-ইডি

বালুর বোলপুর, সল্টলেকের বাড়ি বাজেয়াপ্ত

শুক্রবারই রেশন দুর্নীতিকাণ্ডে তৃতীয় অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে ইডি। সেখানে বালু ‘ঘনিষ্ঠ’ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস এবং তাঁর বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার বিরুদ্ধে দাবি করা হয়েছে, ২০১৪-১৫ সালে রেশন দুর্নীতির ৩৫০ কোটি টাকা দুবাইয়ে পাঠানো হয়েছে। বাংলাদেশ হয়ে হাওয়ালার মাধ্যমে টাকা পাচারের অভিযোগও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের আরও দাবি, এই মামলায় ১০ কোটি টাকা মূল্যের ১১টি সম্পত্তি ‘অ্যাটাচড’ হয়েছে। ২০০০ থেকে ২০০৪ পর্যন্ত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের কর্মচারী ছিলেন বিশ্বজিৎ। তার পর কাজ ছেড়ে দিয়েছেন। সল্টলেক থেকে তাঁকে গ্রেফতার করে ইডি।

শঙ্করের কাছে বালুর যে টাকা পৌঁছত, তা হাওয়ালার মাধ্যমে বিদেশি মুদ্রায় বদলে ফেলা হত। পাচার করে দেওয়া হত দুবাইয়ে। সেই কাজেও প্রত্যক্ষ ভাবে সহযোগিতা করতেন বিশ্বজিৎ। ইডি দাবি করেছে, বালুর যে ২০০০ কোটি টাকা শঙ্করের মাধ্যমে দুবাই পাঠানো হয়েছে, সেই টাকার একটা অংশ দুবাইয়ে নিয়ে গিয়েছিলেন বিশ্বজিৎ।

অন্য দিকে, জেল হেফাজতে থাকাকালীন ধারাবাহিক ভাবে বালুর ওজন কমছে বলে আদালতে দাবি করেছিলেন তাঁর আইনজীবী। এর আগে অসুস্থতার কারণ দেখিয়ে কলকাতার নগর দায়রা আদালতে বালুর জামিনের আবেদন করা হয়েছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

টানা-২০-দিন-শিয়ালদহ-শাখার-বেশ-কিছু-লোকাল-বাতিল,-ফের-যাত্রী-ভোগান্তি Read Next

টানা ২০ দিন শিয়ালদহ শাখা...