You will be redirected to an external website

পুজোর মরশুমে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি, টান পড়বে বাজারে!

পুজোর-মরশুমে-ইলিশ-শিকারে-নিষেধাজ্ঞা-জারি,-টান-পড়বে-বাজারে!

পুজোর মরশুমে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি

বুধবার মধ্যরাত থেকে ২২ দিন চলবে ইলিশের প্রজনন মরশুম। এই সময় দেশের নদ-নদী সমুদ্রে জাল ফেলা, মাছ শিকার, বহন, মজুতের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাই মৎস্যজীবীরা আড়তদারের সঙ্গে হিসেব-নিকেশ শেষ করে বাড়ি ফিরছেন। একাংশের বক্তব্য, বেশিরভাগ মৎস্যজীবী এ বছর মহাজনের ঋণ শোধ করতে পারেননি। বুধবার রাত ১২টা থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশের প্রজনন মরশুম চলবে। ওই সময় সাগর থেকে ডিমওয়ালা ইলিশ (Hilsa) উঠে আসবে নদীতে ডিম ছাড়ার জন্য। তাই ভোলা-সহ ২০ জেলার নদ-নদীতে জাল ফেলা বা মাছ শিকার করা যাবে না। 

জানা গিয়েছে, নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও মৎস্য বিভাগ সরেজমিনে কাজ করবে। এই সময় দেশের কয়েক লক্ষ নিবন্ধিত মৎস্যজীবীকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। নিষেধাজ্ঞা সফল করতে দেশের প্রতি জেলা-উপজেলার মাছঘাটে প্রচার চালানো হবে। মৎস্যজীবীরা জানিয়েছেন, এ বছর তাঁরা আশানুরূপ ইলিশ পাননি। সাগরে-নদীতে দৌড়ঝাঁপ করেও কাঙ্ক্ষিত ইলিশ আসেনি। ইলিশের আকাশছোঁয়া দাম উঠলেও মহাজনের ঋণ শোধ করতে পারেননি মৎস্যজীবীরা।

উল্লেখ্য, পুজোর মরশুমে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি হওয়ার ফলে বাজারে জোগান ধাক্কা খেতে পারে বলে মনে করা হচ্ছে। পাল্লা দিয়ে আরও চড়তে পার দামও। বলে রাখা ভালো, বাংলাদেশে ২০০৩-২০০৪ সাল থেকেই খোকা ইলিশ রক্ষার কর্মসূচি শুরু করা হয়। তখন থেকেই ধীরে ধীরে ইলিশের উৎপাদন বাড়ছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

যুবকদের-উন্নয়নে-উদ্যোগ,-‘মেরা-যুবা-ভারত’-গঠনে-অনুমোদন-মন্ত্রিসভার Read Next

যুবকদের উন্নয়নে উদ্যোগ, ...