যাত্রা শুরু বন্দে ভারত এক্সপ্রেসের ! সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রীর হাত ধরে চাকা গড়াচ্ছে পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের । বৃহস্পতিবার ভার্চুয়ালিই এই সেমি হাই স্পিড ট্রেনের যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বেলা ১ টা নাগাদ মোদীর হাত ধরে যাত্রা শুরু হবে পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণব। এর সঙ্গেই ওড়িশা পাবে তাদের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। আর পশ্চিমবঙ্গে এই নিয়ে দ্বিতীয় বন্দে ভারত চালু হচ্ছে ।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, 'বন্দে ভারত এক্সপ্রেসে দ্রুত ও আরামদায়ক যাত্রার জন্য যাত্রীদের এই বিপুল সাড়া মিলেছে'। চলতি মাসেই রাজ্যে চালু হতে চলেছে দ্বিতীয় বন্দে ভারত-এক্সপ্রেস। এবার হাওড়া থেকে পুরী। রেল সূত্রে খবর, ট্রায়াল রান শেষ। আগামী ১৮ মে ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রেল সূত্রে খবর সপ্তাহে ৬ দিন চলবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রসে। চেয়ার কারের ভাড়া হতে পারে ১৬০০ টাকার কাছাকাছি। একজিকিউটিভ ক্লাসের ভাড়া হতে পারে ২৮০০-২৯০০ টাকা।