You will be redirected to an external website

Vande Bharat Express: ন’টি নতুন বন্দে ভারতের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Vande-Bharat-Express:-ন’টি-নতুন-বন্দে-ভারতের-উদ্বোধন-করবেন-প্রধানমন্ত্রী

ন’টি নতুন বন্দে ভারতের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ন’টি নতুন রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলবে। ১১টি রাজ্য নতুন করে বন্দে ভারত পেতে চলেছে। রবিবার বেলা সাড়ে ১২টায় ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে ট্রেনগুলির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রবিবার প্রধানমন্ত্রীর হাত ধরেই সেগুলির উদ্বোধন। এর ফলে হাওড়া থেকে পটনা পৌঁছে যাওয়া যাবে মাত্র সাড়ে ছ’ঘণ্টায়। রাঁচী যেতে সময় লাগবে মাত্র সাত ঘণ্টা। সঙ্গে বন্দে ভারতের অত্যাধুনিক পরিষেবা উপভোগ করতে পারবেন যাত্রীরা।

হাওড়া-পটনা, রাঁচী-হাওড়া ছাড়াও যে যে রুটের বন্দে ভারত রবিবার উদ্বোধন করা হবে, সেগুলি হল—

উদয়পুর-জয়পুর বন্দে ভারত এক্সপ্রেস

 তরুনেলবেলী-মাদুরাই-চেন্নাই বন্দে ভারত এক্সপ্রেস

হায়দরাবাদ-বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেস

বিজয়ওয়াড়া-চেন্নাই (রেণিগুণ্টা হয়ে) বন্দে ভারত এক্সপ্রেস

রৌরকেল্লা-ভুবনেশ্বর-পুরী বন্দে ভারত এক্সপ্রেস

জামনগর-আমদাবাদ বন্দে ভারত এক্সপ্রেস

কাসরগোড-তিরুঅনন্তপুরম বন্দে ভারত এক্সপ্রেস

এই ন’টি বন্দে ভারত মোট ১১টি রাজ্যের উপর দিয়ে চলবে। তালিকায় আছে পশ্চিমবঙ্গ, রাজস্থান, তামিলনাড়ু, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরল, কর্নাটক, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড এবং গুজরাত। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

North-bengal:-আগামী-২৪-ঘণ্টা-ভারী-বৃষ্টির-পূর্বাভাস-উত্তরবঙ্গের-কিছু-জেলায় Read Next

North bengal: আগামী ২৪ ঘণ্টা ভারী...