You will be redirected to an external website

বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে দেশের প্রথম ঝুলন্ত রেল সেতুতে

বন্দে-ভারত-এক্সপ্রেস-ছুটবে-দেশের-প্রথম-ঝুলন্ত-রেল-সেতুতে

নতুন দিগন্ত তৈরি করতে চলেছে বন্দে ভারত । প্রতীকী ছবি

ভারতীয় রেলের উপর সাধারণ যাত্রীদের ব্যাপক এই নির্ভরশীলতার কথা মাথায় রেখে রেলের তরফ থেকেও প্রতিনিয়ত নানান পদক্ষেপ গ্রহণ করা হয়। রেল পরিষেবাকে সাজিয়ে তোলার পাশাপাশি নিত্যনতুন পরিষেবা দেওয়ার লক্ষ্যেও রয়েছে ভারতীয় রেল। আর এসবেরই ফসল হল বন্দে ভারত এক্সপ্রেস ।

ভারতীয় প্রযুক্তিতে তৈরি বন্দে ভারত এক্সপ্রেস প্রতিদিনই নতুন কোন না কোন রেকর্ড তৈরি করছে। সেই রকমই এবার নতুন দিগন্ত তৈরি করতে চলেছে দেশীয়প্রযুক্তির উচ্চ গতিসম্পন্ন এই ট্রেনটি। এবার এই ট্রেনটি ছুটবে দেশের প্রথম ঝুলন্ত রেল সেতুতে। আগামী মে মাসেই অঞ্জি খাদ সেতুর নির্মাণ শেষ হতে পারে। এই সেতু দাঁড়িয়ে রয়েছে একটি স্তম্ভের উপর।

একটি স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকা এই সেতুটি রয়েছে জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায়। এর উপর দিয়ে ট্রেন ঘন্টায় ১০০ কিলোমিটার গতিবেগে ছুটতে পারবে। এই সেতুটি ১৫ মিটার চওড়া। মূল বিস্তৃতি ২৯০ মিটার এবং সেতুর মোট দৈর্ঘ্য ৪৭৩.২৫ মিটার। স্তম্ভটি দাঁড়িয়ে রয়েছে ভিত থেকে ১৯৩ মিটার উঁচুতে। যে স্তম্ভটির উপর এই সেতুটি দাঁড়িয়ে রয়েছে তা নদীগর্ভে ৩৩১ মিটার পর্যন্ত পৌঁছে গিয়েছে ।
প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ কেবলমাত্র ভারতীয় রেলের (Indian Railways) উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। ভারতীয় রেলের এই ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে ভারতীয় রেলকে গণপরিবহনের মেরুদন্ড বলা হয়। যাত্রী চাহিদা এবং যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেল নানান পরিবর্তন আনছে তাদের পরিষেবার ক্ষেত্রে।
ঝুলন্ত এই সেতু তৈরির জন্য ৯৬ টি তারের প্রয়োজন হয়েছে। এক একটি তারের দৈর্ঘ্য ৮২ মিটার থেকে ২৮৫ মিটার। ৪০ কেজি বিস্ফোরক এই সেতু ওড়াতে অক্ষম এবং ঘন্টায় ২৩১ কিলোমিটার গতি বেগে ঝড় বইলেও সেতুটি অক্ষত অবস্থায় থাকবে। ভূমিকম্প হলেও এই সেতু অক্ষত থাকবে বলেও দাবি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জম্মু-কাশ্মীরে যে বন্দে ভারত চলার প্রতিশ্রুতি দিয়েছেন সেই বন্দে ভারত চললে এই রুট দিয়েই চলবে। এই রুট দিয়ে বন্দে ভারত চলা শুরু করলে নতুন দিগন্ত তৈরি হবে বন্দে ভারতের কাছে।

নতুন যে চারটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করবে সেই রুটগুলি সম্পর্কে যা তথ্য পাওয়া গিয়েছে তা হল শিয়ালদহ-পুরী, হাওড়া-পটনা, হাওড়া-রাঁচি এবং হাওড়া-বারাণসী। এই বিষয়ে সোমবার পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ আরোরা জানিয়েছেন, এই সকল রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর জন্য কার্যত সম্মতি দেওয়া হয়েছে রেল বোর্ডের তরফ থেকে। তবে কয়েক জায়গায় বাধা রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

AUTHOR :

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Sikkim-Landslide:-সিকিমে-ভয়াবহ-ধস,আটকে-একাধিক-পর্যটক Read Next

Sikkim Landslide: সিকিমে ভয়াবহ ধস,আ...