You will be redirected to an external website

Vande Bharat: প্রধানমন্ত্রীর অনুষ্ঠান চলাকালীন হামলার মুখে বন্দে ভারত,আতঙ্কে যাত্রীরা

Vande-Bharat:-প্রধানমন্ত্রীর-অনুষ্ঠান-চলাকালীন-হামলার-মুখে-বন্দে-ভারত,আতঙ্কে-যাত্রীরা

অনুষ্ঠান চলাকালীন হামলার মুখে বন্দে ভারত

বন্দে ভারত  লক্ষ্য করে পাথর ছোড়া যেন নিত্য়-নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে!  ফের হামলার মুখে বন্দে ভারত এক্সপ্রেস। ভাঙল ট্রেনের জানালার কাঁচ। রবিবার উত্তর প্রদেশের বারাবনকিতে বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। 

জানা গিয়েছে, গোরক্ষপুর থেকে লখনউগামী বন্দে ভারত এক্সপ্রেসে হামলা করা হয়। উত্তর প্রদেশের বারাবনকির কাছে সফেদাবাদ রেলওয়ে স্টেশনে ঢুকতেই ট্রেন লক্ষ্য করে এক দল দুষ্কৃতী বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে ঢিল ছোড়ে। পাথর লেগে ট্রেনের একটি কামরার জানালার কাঁচ ভেঙে যায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সঙ্গে সঙ্গে দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেন। খবর দেওয়া হয় রেলওয়ে পুলিশকে।

গতকালই দেশের রেলওয়ে স্টেশনের সৌন্দর্যায়নের জন্য গৃহীত প্রকল্প ‘অমৃত ভারত’-র প্রথম ধাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে ৫০৮টি স্টেশনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। প্রধানমন্ত্রীর ওই অনুষ্ঠান চলাকালীনই এই হামলা করা হয় বলে জানা গিয়েছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Narendra-Modi:-রেলের-অনুষ্ঠানেও-মোদীর-মুখে--‘কুইট-ইন্ডিয়া’-স্লোগান Read Next

Narendra Modi: রেলের অনুষ্ঠানেও ম...