পরবর্তী সফরের আগে ১৪ মিনিটের ‘জাদু’ দেখবে বন্দে ভারত
এখন যে কাজটা সারতে সময় লাগে ৪৫ মিনিট, এর পর থেকে সেই কাজটাই হবে মাত্র ১৪ মিনিটে। বন্দে ভারতের প্রতিটি কামরাকে পরবর্তী সফরের জন্য প্রস্তুত করে ফেলা হবে এই ১৪ মিনিটে। সরকারি নাম ‘ফোর্টিন মিনিট মিরাকল’। কেন্দ্রীয় রেল মন্ত্রক আগামী কাল থেকে দেশের ২৯টি স্টেশনে এই পরিষেবা শুরু করতে চলেছে। তালিকায় রয়েছে নয়াদিল্লির আনন্দ বিহার, পুরী, চেন্নাই এবং শিরডির মতো স্টেশন।
জাপানে এক একটি বুলেট ট্রেন পরের সফরের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন করে তোলা হয় মাত্র সাত মিনিটে। জাপানে এটিকে বলা হয় ‘সেভেন মিনিট মিরাকল’। সে কথা মাথায় রেখেই এ বার ভারতীয় রেল এই ‘ফোর্টিন মিনিট মিরাকল’ পরিষেবা চালু করার কথা ভেবেছে। কেন্দ্রীয় সরকারের ‘স্বচ্ছতা হি সেবা’ প্রকল্পের আওতায় বন্দে ভারতে এই নতুন পরিষেবা চালু করা হচ্ছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
রেল মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, গন্তব্য স্টেশনে ট্রেন থেকে সব যাত্রী নেমে গেলে রেলের সাফাই কর্মীরা নিজেদের কাজ শুরু করবেন। প্রতিটি কামরার জন্য থাকবেন তিন জন সাফাই কর্মী। কোনও যন্ত্র ছাড়া হাতের মাধ্যমেই পরিষ্কার করা হবে কামরাগুলিকে। এখন এক-একটা বন্দে ভারতের প্রতিটি কামরা সাফাইয়ের কাজ সারতে অন্তত ৪৫ মিনিট করে সময় লাগে।