You will be redirected to an external website

ছুটির মধ্যেই ভার্চুয়ালি প্রশাসনিক কাজ করবেন নবান্নের আমলারা

ছুটির-মধ্যেই-ভার্চুয়ালি-প্রশাসনিক-কাজ-করবেন-নবান্নের-আমলারা

নবান্নে আসতে না হলেও ভার্চুয়ালি প্রশাসনিক কাজকর্ম করতে হবে আমলাদের

এবার পুজোয় সরকারি কর্মচারীদের জন্য ছুটির তালিকা বেশ লম্বা। কিন্তু সরকারি কর্মচারীদের ছুটি মানেই প্রশাসন শীতঘুমে, এমনটা ভাবার কারণ নেই। কারণ, উৎসবের দিন মুখ্যসচিব-সহ রাজ্যের শীর্ষ আমলারা সতর্ক ছিলেন। বাড়ি থেকে গোটা রাজ্যের পরিস্থিতি পর্যালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার আগামী শনিবার থেকে নবান্নে আসতে না হলেও ভার্চুয়ালি প্রশাসনিক কাজকর্ম করতে হবে আমলাদের। আগামী ১১ অক্টোবর সরকারি অফিসের তালা খোলার কথা থাকলেও কার্যত তার তিনদিন আগে থেকেই সমস্ত প্রশাসনিক কাজকর্ম শুরু হয়ে যাচ্ছে। গত ২ অক্টোবর থেকে আগামী ৭ অক্টোবর রাজ্য সরকারের ই-অফিস সার্ভার বন্ধ রয়েছে। মেরামতের কাজ চলছিল এই সার্ভারে। শনিবার থেকে তা আবার খুলে যাচ্ছে। ফলে ওই দিন থেকেই আবার পুরোমাত্রায় প্রশাসনিক কাজকর্ম শুরু হয়ে যাবে বলে নবান্নের তরফ থেকে জানা যাচ্ছে। সশরীরে হাজিরা দিতে না হলেও এবার বাড়িতে বসে ভার্চুয়ালি এই কাজ করতে পারবেন আমলারা। এই মুহূর্তে সরকারি প্রশাসনের যাবতীয় কাজ ই-অফিসের মাধ্যমে সম্পন্ন হয়। এর একটা বড় সুবিধা হল রাজ্যের যেকোনও প্রান্তে থাকলেও অনলাইনের মাধ্যমে সরকারি কাজ সম্পন্ন করা যায়। এর জন্য নবান্নে শারীরিকভাবে উপস্থিত হওয়ার প্রয়োজন পড়ে না। যেহেতু খাতায়-কলমে এখনও ছুটি রয়েছে নবান্নে। তবে প্রশাসনিক কাজকর্ম ঠিকমতো চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সার্ভারকে ব্যবহার করে কাজ করবেন আমলারা। ফলে লাল ফিতের ফাঁস আটকে থাকা কাজ অফিস খোলার পর সম্পন্ন হবে, এমনটি বলা যায় না। সরকারি অফিসের দরজা খোলার আগেই বঙ্গ প্রশাসন ‘ভার্চুয়ালি’ মাঠে নেমে পড়বে।
 

AUTHOR :Ranjit Panji

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

সাহিত্যে-নোবেল-পেলেন-ফরাসি-লেখিকা-অ্যানি-এরনক্স Read Next

সাহিত্যে নোবেল পেলেন ফর...