বাংলায় ফের তীব্র গরম, বইবে লু
কয়েকদিন স্বস্তির বৃষ্টিতে ভিজেছিল পশ্চিমবঙ্গ। কালবৈশাখী,শিলাবৃষ্টি, ঝড়-বৃষ্টির দাপটে অনেকটাই নেমেছিল তাপমাত্রার পারদ! কিন্তু স্বস্তি বেশিদিন টিকল না। ফের খারাপ খবর শোনাল আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানালেন, এক সপ্তাহ পশ্চিমের জেলায় লু বইবে। পাশাপাশি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাতে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে।উত্তরবঙ্গেও গরম ও অস্বস্তি বাড়বে। তাপমাত্রা বাড়বে দার্জিলিং, কালিম্পং-এ। তাপপ্রবাহের সর্তকতা মালদহ ও উত্তর, দক্ষিণ দিনাজপুরে। তাপপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে।
আজ বৃহস্পতিবার এবং আগামিকাল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা-সহ পশ্চিমের জেলা ও সংলগ্ন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে।শনি ও রবিবার সকাল থেকে তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন হবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং উপকূল সংলগ্ন কিছু জেলায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে।পশ্চিমে লু ও রাজ্যজুড়ে গরম ও অস্বস্তির কারণে সতর্কতা নেওয়ার পরামর্শ আবহাওয়া দফতরের। বেলা ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনো, তৃষ্ণা না পেলেও জল পান ও একটানা অনেকক্ষণ রোদের মধ্যে কাজ না করার পরামর্শ আবহাওয়া দফতরের।