You will be redirected to an external website

Weather :দক্ষিণবঙ্গে স্বস্তির দেখা নেই, কবে থেকে দেখা মিলবে বর্ষার!

বর্ষার প্রতিক্ষায় বাংলা! সংগৃহীত ছবি

অস্বস্তিতে কাটতে হতে পারে আরও কয়েকটা দিন।পরিস্থিতি যা তাতে গরমের জ্বালা থেকে রেহাই দিতে বর্ষাই ভরসা ৷ কিন্তু জৈষ্ঠ মাসের তৃতীয় সপ্তাহে গরম যেভাবে বাড়ছে, তাতে ত্রাহি ত্রাহি রব বাংলা জুড়ে। পাহাড় থেকে সমুদ্র কোথাও স্বস্তির দেখা নেই । তাপপ্রবাহের পরিস্থিতি না হলেও, গরম বেশ ভালোই ।

জুন মাস মানেই বর্ষার আগমনী। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মৌসুমী বায়ু প্রবেশের কোনও খবর তাদের কাছে আপাতত নেই। ফলে জৈষ্ঠ পেরিয়ে আষাঢ় দরজায় টোকা দিলেও বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত নেই ৷ হালকা বৃষ্টি হলেও বাড়তে থাকা তাপমাত্রায় কতটা রাশ পড়বে তা বলা যাচ্ছে না।

আগামী ৪-৫ দিনের মধ্যে উপরের পাঁচটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ তাপপ্রবাহের সতর্কতাও জারি করেনি আবহাওয়া দফতর।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

রবিবারও-বাতিল-৫৮-ট্রেন,-চলছে-না-পুরীগামী-অধিকাংশ-এক্সপ্রেসই Read Next

রবিবারও বাতিল ৫৮ ট্রেন, চ...