You will be redirected to an external website

কটক থেকে গ্রেফতার এগরা বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত ভানু

কটক-থেকে-গ্রেফতার-এগরা-বিস্ফোরণকাণ্ডের-মূল-অভিযুক্ত-ভানু

গ্রেফতার এগরা বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত ভানু

গত মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ এগরা ১ ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের খাদিকুল গ্রামের এগরার বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। অভিযোগ, সেই কারখানার মালিক ভানু ওরফে কৃষ্ণপদ বাগ ঘটনার পরেই পালিয়ে যান।

কারখানার মালিক ভানু ঘটনার পর থেকেই ছিলেন পলাতক। ভানুর খোঁজে ওড়িশা এবং সংলগ্ন এলাকায় হাসপাতাল থেকে শুরু করে ছোটখাটো স্বাস্থ্য কেন্দ্র, সর্বত্র তল্লাশি চালাচতে থাকে পুলিশ। আহত অবস্থায় কাউকে দেখা গেছে কি না জানতে, ভানুর ছবিও দেখানো হয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান ছিল, রীতিমতো পেশাদারি কায়দায় সপরিবারে গা ঢাকা দিয়েছেন ভানু বাগ। ধরা পড়ার আশঙ্কায় ঘটনাস্থলেই বন্ধ করে দেন মোবাইল ফোন। ফলে বাজিগর ভানুর হদিশ পেতে পুলিশকে হিমশিম খেতে হয়।

ঘটনায় প্রকাশ, সিআইডি ওড়িশার কটকের একটি হাসপাতালের খোঁজ পেয়েছে। যেখানে চিকিৎসারত অবস্থায় রয়েছেন ভানু। বিস্ফোরণের জেরে ভানুর শরীরের প্রায় ৭০ শতাংশের বেশি পুড়ে গিয়েছে। সেখান থেকেই ধরা হয়েছে তাঁদের। সঙ্গে গ্রেফতার করা হয়েছে ভানুর ছেলে পৃথ্বীজিৎ এবং ভাইপো ইন্দ্রজিৎ-কে।

প্রসঙ্গত, ভানুর বাজি কারখানায় বিস্ফোরণের সময় সেখানে কাজ করতে করতেই প্রাণ হারান ৯ শ্রমিক। যাঁদের অধিকাংশই মহিলা। আহত আরও ছ’জন। এই বিস্ফোরণে গুরুতর আহত হয় ভানুও। কিন্তু, ওই অবস্থাতেই একটি বাইকে করে তারা ওডিশায় চলে যায়। কী ভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে ‘বাজি সাম্রাজ্য’ চালাচ্ছিল ভানু, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

প্রধানমন্ত্রীর হাত ধরে ...