অন্তরালে থেকেই প্রথম বার মুখ খুললেন ভোলে বাবা!
সৎসঙ্গে এসে পদপিষ্ট হয়ে হাথরসে ১২১ জনের মৃত্যুর ঘটনায় যার দিকে অভিযোগের আঙুল উঠছে, সেই ভোলে বাবা এই প্রথমবার ঘটনা নিয়ে মুখ খুলেন৷ নিজেকে নির্দোষ প্রমাণ করে ভোলে বাবা ওরফে নারায়ণ সাকার হরি ওরফে সুরজ পালের দাবি, এই বিপর্যয়ের পদপিষ্টের ঘটনার পিছনে দুষ্কৃতীরা রয়েছে৷
অভিযুক্ত ভোলে বাবার আইনজীবী এ পি সিং দাবি বিবৃতি দিয়ে দাবি করেছেন, আহতদের চিকিৎসায় যাতে কোনওরকম অসুবিধা না হয় তা আমরা নিশ্চিত করব৷ মহিলারা বাবার পা ছুঁতে গিয়ে হুড়োহুড়ি থেকে পদপিষ্টের ঘটনা ঘটেছে বলে যে অভিযোগ ছড়িয়েছে, তা ঠিক নয়৷ বাবা কখনও এ ভাবে পা ছুঁয়ে প্রণাম করার অনুমতিই দেন না৷
সূত্রের খবর, ভোলে বাবার নামে থাকা সমস্ত আশ্রম এবং জমি নিয়ে তদন্ত শুরু হয়েছে৷ আগামী বৃহস্পতিবার আগরায় বাবার আরও একটি সৎসঙ্গে উপস্থি থাকার কথা ছিল, যদিও তা বাতিল করা হয়েছে৷ ঘটনার পর থেকেই ভোলে বাবার একের পর এক কীর্তি সামনে আসছে৷ মৃত মানুষকে বাঁচিয়ে তোলার দাবি করে জেল খাটা থেকে শুরু করে মহিলাদের যৌন নির্যাতনের অভিযোগ, কীর্তিমান বাবার একাধিক কুকর্ম এখন প্রকাশ্যে৷ যদিও পদপিষ্ট হওয়ার ঘটনার তদন্তে নেমে আয়োজকদের বিরুদ্ধেই এফআইআর দায়ের করেছে পুলিশ৷