আনন্দ মোহনের মুক্তি নিয়ে বিহার সরকারকে আক্রমণ ! সংগৃহীত ছবি
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশের বিরুদ্ধে বড়সড় অভিযোগ করলেন বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী। তিনি বলেন, বিহার সরকারের মাফিয়া আনন্দ মোহনকে মুক্তি দেওয়া দলিত সম্প্রদায়ের জন্য অপমান।
রবিবার এই বিষয়ে টুইট করেছেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। এতে বিহারের নীতীশ সরকার অত্যন্ত সৎ জি কৃষ্ণাইয়া, যিনি অন্ধ্রপ্রদেশের মাহবুবনগরে বসবাসকারী একটি দরিদ্র দলিত সম্প্রদায় থেকে আইএএস হয়েছিলেন, তাঁর নৃশংস হত্যাকাণ্ডে আনন্দ মোহনকে মুক্তি দেওয়ার হয়। দেশজুড়ে দলিত নেতিবাচক কারণে তুমুল আলোচনায়।
তিনি আরও বলেন, আনন্দ মোহন বিহারের অনেক সরকারের বাধ্যবাধকতা ছিল, কিন্তু গোপালগঞ্জের তৎকালীন জেলাশাসক কৃষ্ণাইয়া হত্যা মামলা নিয়ে নীতীশ সরকারের দলিত-বিরোধী ও অপরাধপ্রবণ কাজ ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। বিহার সরকারের উচিত তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা।