আজ থেকেই আবহাওয়ার বড় বদল রাজ্যে
আজ থেকেই আবহাওয়ার বড় বদল রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানিয়েছে, আপাতত বেশ কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। শুধুমাত্র উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তাহলে ফের কবে মুখ তুলে চাইবে বর্ষা?আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর এই সপ্তাহে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
তবে হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির এখন কোনও সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণে আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।আপাতত গোটা রাজ্যে গরম বাড়বে। আগামী কয়েকদিন বহাল থাকবে তাপমাত্রা, অস্বস্তিকর গরম। এখনই এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা,ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির মাত্রা কমবে। উপরের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
আপাতত রাজ্যে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। কয়েকটি জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। শুক্রবারের পর আবহাওয়ার পরিবর্তন।