মোদি মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বড় সিদ্ধান্ত
তৃতীয় মোদি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকেই কৃষকদের মন জয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হল৷ ধান, ভুট্টা সহ খরিফ মরশুমে চাষ হওয়া ১৪টি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ মোদি সরকার তৃতীয় বার ক্ষমতায় আসার এ দিনই কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং অর্থ বিষয়ক ক্যাবিনেট কমিটির প্রথম বৈঠক ছিল৷
কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মন্ত্রিসভার বৈঠক শেষে এই ঘোষণা করেছেন৷ তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা খরিফ মরশুমে চাষ হওয়া ধান, ভুট্টা, জোয়ার, বাজরা, তুলো সহ ১৪টি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে৷
অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২৪-২৫ খরিফ মরশুমের জন্য ধানের ন্যূনতম সহায়ক মূল্য ১১৭ টাকা বাড়িয়ে প্রতি কুইন্টালের দাম ২৩০০ টাকা ধার্য করেছে৷