You will be redirected to an external website

কৃষকদের মন জয়ে মরিয়া, মোদি মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বড় সিদ্ধান্ত

কৃষকদের-মন-জয়ে-মরিয়া,-মোদি-মন্ত্রিসভার-প্রথম-বৈঠকেই-বড়-সিদ্ধান্ত

মোদি মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বড় সিদ্ধান্ত

তৃতীয় মোদি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকেই কৃষকদের মন জয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হল৷ ধান, ভুট্টা সহ খরিফ মরশুমে চাষ হওয়া ১৪টি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ মোদি সরকার তৃতীয় বার ক্ষমতায় আসার এ দিনই কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং অর্থ বিষয়ক ক্যাবিনেট কমিটির প্রথম বৈঠক ছিল৷

কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মন্ত্রিসভার বৈঠক শেষে এই ঘোষণা করেছেন৷ তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা খরিফ মরশুমে চাষ হওয়া ধান, ভুট্টা, জোয়ার, বাজরা, তুলো সহ ১৪টি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে৷

অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২৪-২৫ খরিফ মরশুমের জন্য ধানের ন্যূনতম সহায়ক মূল্য ১১৭ টাকা বাড়িয়ে প্রতি কুইন্টালের দাম ২৩০০ টাকা ধার্য করেছে৷

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Delhi-:-জল-চেয়ে-দিল্লির-রাস্তায়-বিক্ষোভে-বিজেপি-কর্মীরা,ছত্রভঙ্গ-করল-দিল্লি-পুলিশ Read Next

Delhi : জল চেয়ে দিল্লির রাস্ত...