You will be redirected to an external website

Lok Sabha 2024: মোদির সমর্থনে ২০০ গাড়ি নিয়ে বিরাট মিছিল আমেরিকায়

Lok-Sabha-2024:-মোদির-সমর্থনে-২০০-গাড়ি-নিয়ে-বিরাট-মিছিল-আমেরিকায়

মোদির সমর্থনে ২০০ গাড়ি নিয়ে বিরাট মিছিল আমেরিকায়

লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) উৎসবে মেতে উঠেছে ভারত। দিকে দিকে চলছে প্রচার। এবার দেশের গণ্ডি পেরিয়ে আমেরিকাতেও (USA) পৌঁছে গেল লোকসভা ভোটের উত্তাপ। বিজেপির সমর্থনে বিশাল মিছিল বের করলেন প্রবাসী ভারতীয়রা।

তৃতীয়বার ক্ষমতায় আসুক মোদি সরকার, ভারতবাসী কাছে এই আবেদন জানিয়ে পথে নেমেছে বিজেপির ‘আমেরিকা শাখা’। ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি ইন দ্য ইউএস নামে ওই সংগঠনটির তরফে বিরাট মিছিলের আয়োজন করা হয়েছে। সংগঠনের প্রেসিডেন্ট আদপা প্রসাদের কথায়, “আমেরিকার প্রবাসী ভারতীয়রা বিজেপির সাফল্য নিয়ে খুবই উৎসাহিত।

মূলত কার র‍্যালির আয়োজন করা হয়েছে সংস্থাটির তরফে। ‘অব কি বার ৪০০ পার’, ‘মোদি ৩.০’, ‘মোদির গ্যারান্টি, বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি ভারত’- এমন স্লোগান দেওয়া ব্যানারে সাজিয়ে তোলা হয় গাড়ি। সেই গাড়িগুলোই মিছিলে অংশ নিয়েছে। আমেরিকার পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এই মিছিলের আয়োজন করা হয়। রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে সিলিকন ভ্যালি, সান ফ্রান্সিস্কো, ডালাস, শিকাগো, ডেট্রয়েটের মতো একাধিক শহরে পৌঁছে গিয়েছিল বিজেপির সমর্থনে এই কার র‍্যালি।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Arvind-Kejriwal:-তিহাড়ে-কাটল-প্রথম-রাত,-কেজরির-উপর-সর্বক্ষণের-নজরদারি Read Next

Arvind Kejriwal: তিহাড়ে কাটল প্রথম ...