অন্ধ্রপ্রদেশের সৈকতে ভেসে এল নীল তিমি
অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম সমুদ্রসৈকতে একটি নীল তিমি ভেসে আসে বৃহস্পতিবার। ২৫ ফুট দৈর্ঘ্যের এবং পাঁচ টনের সেই তিমি দেখতে ভিড় জমালেন স্থানীয় বাসিন্দারা।
মৎস্যজীবীরা জানিয়েছেন, এই তিমি বিরল প্রজাতির। সমুদ্রসৈকতে আটকে সেটির মৃত্যুও হয়েছে। নীল তিমির খবর চাউর হতেই স্থানীয় গ্রামগুলি থেকে কয়েকশো মানুষ সেটিকে দেখতে হাজির হন। বেশির ভাগই তিমির সঙ্গে নিজেদের ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েছিলেন। অনেকে আবার তিমির পিঠে চড়ে নিজস্বীও তোলেন।
তিমিটি ভেসে এসেছে, নাকি সৈকতে আটকে গিয়েছিল। তার ফলেই মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে শ্রীকাকুলামের প্রাণী দফতর। তবে মৎস্যজীবীদের দাবি, তিমিটি সমুদ্রের অগভীর জলে আটকে গিয়েছিল। তার ফলেই মৃত্যু হয়েছে। কিন্তু তিমিকে ঘিরে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে ছবি তোলার যে হিড়িক পড়ে গিয়েছিল, তা খুব একটা ভাল চোখে দেখছেন না নেটাগরিকরা।
রাজ্য বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, এটি বিরল প্রজাতির নীল তিমি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজার্ভেশন অফ নেচার-এর বিপন্ন প্রজাতির তালিকায় রয়েছে এই তিমি। তাঁরা এটাও জানিয়েছে, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এটি বাচ্চা তিমি।