মাধ্যমিকের ফলাফল ত্রুটিমুক্ত করতে সতর্ক পর্ষদ ! সংগৃহীত ছবি
মাধ্যমিকের ফলাফল প্রকাশ প্রক্রিয়া ক্রটিমুক্ত রাখতে সতর্ক মধ্যশিক্ষা পর্ষদ। এই লক্ষ্যে শনিবার বেলা ১১টা থেকে শুরু হয়েছে অনলাইনে নম্বর ভেরিফিকেশন প্রক্রিয়া। পয়লা মে রাত ১২টা পর্যন্ত তা চালু থাকবে।
শুক্রবার সন্ধ্যার দিকে পর্ষদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামিকাল ২৯শে এপ্রিল থেকে আগামী ১ মে মধ্যরাত পর্যন্ত মাধ্যমিক পরীক্ষার অনলাইনে নম্বর যাচাইয়ের প্রক্রিয়া চলবে। যে প্রক্রিয়া পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে পর্ষদের তরফে জানানো হয়েছে।
মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা সংক্রান্ত উপসচিব মৌসুমী ব্যানার্জি ভদ্রের জারি করা এক নোটিফিকেশনে আগেই জানানো হয়েছে, www.wbbsedata.com ওয়েবসাইটের মাধ্যমে এই নম্বর যাচাই করা হবে। সব উত্তরপত্রে নম্বর সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা, তা খতিয়ে দেখতেই এই অনলাইন ব্যবস্থা। পর্ষদের সূত্রে খবর, এবারের মাধ্যমিকের ফল মে মাসের ২০ তারিখের মধ্যে প্রকাশ করার চেষ্টা চলছে। পর্ষদ সূত্রের খবর, শনিবার বেলা ১১টা থেকে অনলাইনে নম্বর যাচাই প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই প্রক্রিয়া চলবে আগামী ১ মে, সোমবার মধ্যরাত পর্যন্ত। স্বচ্ছতা বজায় রাখতেই অনলাইনে এই প্রক্রিয়া করা হবে বলে উল্লেখ করা হয়েছে।