বিস্ফোরক মন্তব্য করছেন বলিউড ‘ক্যুইন’ কঙ্গনা রানাউত
একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন বলিউড ‘ক্যুইন’ কঙ্গনা রানাউত। এতদিন বলিউডের মাঠে নানারকম মন্তব্য করে বিতর্কের মুখে পড়তেন কঙ্গনা। রাজনীতির মাঠে নেমেও, স্বমহিমায় বলিপাড়ার ‘মণিকর্নিকা’। আর এবার তো দ্রৌপদীর সঙ্গে কঙ্গনার তুলনা করা হল।
কঙ্গনা রোজই এখন কোমর বেঁধে ভোটপ্রচারে ব্যস্ত হয়ে পড়েছেন। মাইক হাতে মান্ডির নানা জায়গায় বক্তব্য রাখছেন তিনি। শুক্রবার এমনই এক সভা থেকে নারীশক্তি নিয়ে রীতিমতো হুঙ্কার ছাড়লেন কঙ্গনা।কঙ্গনার কথায়, ”এই লড়াই শুধু আমার নয়। এই লড়াই আমাদের সবার। এই লড়াই নারী সম্মানের লড়াই। এই লড়াই হিমাচলের সম্মানের। আর এই লড়াই আমরা জিতবই।”
কঙ্গনার এই জনসভায় একটি ভিডিও প্রদর্শিত হয়। যেখানে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথের ‘বেশ্যা’ মন্তব্যের প্রসঙ্গ তুলে মহাভারতের দ্রৌপদীর একটি সংলাপ শোনা যায়। কঙ্গনাও যে দ্রৌপদীর মতোই নারীশক্তির প্রতীক, তা যেন এই ভিডিওতে উজ্জ্বল হয়ে ওঠে।