মঙ্গলবার উত্তপ্ত সংসদের উভয়কক্ষ
মঙ্গলবার উত্তপ্ত সংসদের উভয়কক্ষ। এদিন অধিবেশনের শুরু থেকেই উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা এবং রাজ্যসভা। বিরোধীরা স্লোগান এবং প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিন নতুন করে লোকসভার আরও ৪৯ জন সাংসদকে সাসপেন্ড করা হয়।
সোমবার একঘণ্টায় সংসদের দুই কক্ষ থেকে সাসপেন্ড হয়েছেন ৭৮ জন বিরোধী সাংসদ। এর আগে আরও ১৪ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। গতকাল শীতকালীন অধিবেশনে সংসদে মোট সাসপেন্ড হওয়া সাংসদের সংখ্যা ৯২। এদিন নতুন করে ৪৯ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। ফলে মোট সাসপেন্ড হওয়া সাংসদের সংখ্যা ১৪১।
এদিন শুরু থেকে লোকসভা এবং রাজ্যসভা উত্তপ্ত হয়ে ওঠে। ওয়েলে নেমে বিক্ষোভ-স্লোগান দেখাতে থাকেন বিরোধী সাংসদরা। শেষ বেলা ১২টা পর্যন্ত সংসদের উভয়কক্ষ লোকসভা এবং রাজ্যসভা মুলতুবি ঘোষণা রাখা হয়। এদিন সাসপেন্ড হওয়া সাংসদরা এদিন সংসদের গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন। সাসপেন্ড হওয়া সাংসদদের আরেকটি অংশ পার্লামেন্টের গান্ধি মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাতে থাকেন।