You will be redirected to an external website

রাষ্ট্রপতি আমন্ত্রিতই নন! সংসদ ভবন উদ্বোধন বয়কটের পথে বিরোধীরা !

উদ্বোধনী অনুষ্ঠান বয়কট ২০ বিরোধী দলের । সংগৃহীত ছবি

রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট বিরোধীদের । ২৮ মে নতুন সংসদ ভবন উদ্বোধন হওয়ার কথা। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি-আরএসএস সরকার যে কায়দায় সংসদ ভবন উদ্বোধনের ছক কষেছে, তা নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে দেশে । নবনির্মিত সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করতে পারে কংগ্রেস সহ বিরোধীরা। বিরোধী দলের কোনও নেতাই অবশ্য এব্যাপারে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি সোমবার। 

রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট বিরোধীদের। বুধবার ২০টি বিরোধী দলের পক্ষ থেকে জারি করা যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তারা নতুন সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠান বয়কট করবে। তালিকায় রয়েছে কংগ্রেস, তৃণমূল, এনসিপি, সিপিআই, সিপিএম, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি-সহ মোট ২০টি দল।

নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করা নিয়ে  যৌথ বিবৃতি জারি করেছে তারা। সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ব্রাত্য রাখার বিরোধিতায় এই এই প্রতিবাদ বিরোধী শিবিরের।সংসদে পাস করা আইন কার্যকর করতে রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন হয়।রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও নতুন সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। যা নিয়ে তৃণমূল, কংগ্রেস সহ একাধিক বিরোধী দল প্রশ্ন তুলেছিল। উদ্বোধন অনুষ্ঠান বয়কট করার এটাও একটা কারণ।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

ইলিশ-১৬০০,-খাসি-৮৫০,-জামাইষষ্ঠীর-সকালে-পকেট-ফাঁকা-শ্বশুরের Read Next

ইলিশ ১৬০০, খাসি ৮৫০, জামা...