You will be redirected to an external website

Buddhadeb Bhattacharjee: সোমেই ছাড়া পাবেন বুদ্ধদেব ভট্টাচার্য? বৈঠকে মেডিক্যাল দল

Buddhadeb-Bhattacharjee:-সোমেই-ছাড়া-পাবেন-বুদ্ধদেব-ভট্টাচার্য?-বৈঠকে-মেডিক্যাল-দল

সোমেই ছাড়া পাবেন বুদ্ধদেব ভট্টাচার্য?

ফুসফুসে সংক্রমণ ও জ্বর নিয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। এর পর এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গিয়েছে। আগের থেকে এখন অনেকটাই সুস্থ হয় উঠেছেন বুদ্ধদেব। অ্যান্টিবায়োটিকও বন্ধ করা হয়েছে। সোমবার বুদ্ধদেবের শারীরিক অবস্থার পর্যালোচনার জন্য ফের বসবে মেডিক্যাল বোর্ড।

আপাতত বুদ্ধদেব ভট্টাচার্যকে নন ইনভেনসিভ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। এ ছাড়াও ফিজিওথেরাপি, ফুসফুসের রিহ্যাবিলিটেশন চলছে। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বাড়িতে গেলেও বুদ্ধদেবের সঙ্গে থাকবে হোম কেয়ার টিম। বাড়িতে থাকবে বেড সাইড মনিটর। প্রতি মুহূর্তে অক্সিজেনের মাত্রা, রক্তচাপ, হৃদস্পন্দন জানান দেবে এই মনিটর। বুদ্ধদেবের শারীরিক অবস্থার উপর ২৪ ঘণ্টা নজর রাখা হবে। রাখা হবে অক্সিজেন কনসেনট্রেটর।

হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখন‌ই রাইলস টিউব খোলার সম্ভাবনা কম। পাশাপাশি ফিজিওথেরাপি, সোয়ালো থেরাপি চলবে বুদ্ধবাবুর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ফুসফুসের সংক্রমণ মুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Vande-Bharat:-প্রধানমন্ত্রীর-অনুষ্ঠান-চলাকালীন-হামলার-মুখে-বন্দে-ভারত,আতঙ্কে-যাত্রীরা Read Next

Vande Bharat: প্রধানমন্ত্রীর অন...