You will be redirected to an external website

Buddhadeb Bhattacharjee: সঙ্কটজনক হলেও আপাতত স্থিতিশীল বুদ্ধদেব, দুপুরে হতে পারে সিটি স্ক্যান

Buddhadeb-Bhattacharjee:-সঙ্কটজনক-হলেও-আপাতত-স্থিতিশীল-বুদ্ধদেব,-দুপুরে-হতে-পারে-সিটি-স্ক্যান

সঙ্কটজনক হলেও আপাতত স্থিতিশীল বুদ্ধদেব

ভেন্টিলেশনেই রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। শনিবার রাতে ভেন্টিলেশনে দেওয়ার পর থেকে তাঁর অবস্থার নতুন করে কোনও অবনতি হয়নি। রবিবার দুপুরে তাঁর ‘সিটি স্ক্যান’ করানোর পরিকল্পনা রয়েছে মেডিক্যাল বোর্ডের। 

রবিবার সকালে বুদ্ধদেবের চিকিৎসার জন্য তৈরি করা মেডিক্যাল বোর্ড পরবর্তী পদক্ষেপ কী হবে তা ঠিক করতে বৈঠকে বসবে। সেখানেই ওঁর চিকিৎসার ভবিষ্যৎ দিশানির্দেশ স্থির করা হবে বলে জানা যাচ্ছে। দুপুর নাগাদ তাঁর সিটি স্ক্যান করানো হতে পারে। চিকিৎসক মহল জানাচ্ছে, সংক্রমণের জেরে ফুসফুসের কতটা ক্ষতি হয়েছে, বুকের সিটি স্ক্যান করে তা বোঝার চেষ্টা করা হবে। ওঁর সিওপিডি কী অবস্থায় আছে তা-ও সিটি স্ক্যান থেকে জানা যাবে। এ ছাড়াও নিউমোনিয়া কতটা গুরুতর অবস্থায় সেটাও জানতে ভরসা সিটি স্ক্যান। ফলে সিটি স্ক্যানের রিপোর্ট দেখে চিকিৎসকরা প্রাথমিক ভাবে বুঝতে পারবেন বুদ্ধদেবকে কত দিন ভেন্টিলেশনে রাখতে হতে পারে। তবে এখন বুদ্ধদেব স্থিতিশীল রয়েছেন। রাতে নতুন করে কোনও সমস্যা হয়নি।

শনিবার বিকেলে গুরুতর শ্বাসকষ্ট এবং রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার উপসর্গ নিয়ে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব। তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা শুরু হয়। প্রাথমিক ভাবে বুদ্ধদেবকে ‘নন-ইনভেসিভ ভেন্টিলেশন’-এ দেওয়া হয়। রাতে আশানুরূপ উন্নতি না হওয়ায় তাঁকে ‘ইনভেসিভ ভেন্টিলেশন’-এ দেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছিলেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দু’টি ফুসফুসেই ভাল রকম সংক্রমণ ছড়িয়েছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Bratya-Basu:-রাজ্যের-বিশ্ববিদ্যালয়গুলির-আচার্য-পদে-মুখ্যমন্ত্রীকে-দেখতে-চান,চান-ব্রাত্য... Read Next

Bratya Basu: রাজ্যের বিশ্ববিদ্য...