খাস কলকাতায় কাউন্সিলরের বাড়িতে চুরি
খাস কলকাতায় চুরি। তাও আবার কাউন্সিলরের বাড়িতে। কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের বাড়িতে ভয়াবহ চুরির ঘটনা ঘটল। দুষ্কৃতীরা কাউন্সিলরের বালিগঞ্জ প্লেস এলাকায় বাড়ির বাথরুমের জানালার কাচ খুলে ভেতরে প্রবেশ করে আলমারি-সহ গোটা বাড়ি লন্ডভন্ড করে।
তছনছ করে দেওয়া হয় ঘরের সামগ্রী। সোনার অলঙ্কার নগদ টাকা সহ বিভিন্ন সামগ্রী নিয়ে চম্পট দেয়। বাথরুম-রান্নাঘরের কলও চুরি করায় গোটা বাড়ি জলে ভরে যায়। সকালে ঘরের এই দশা দেখে হতচকিত হয়ে যান শাসক দলের কাউন্সিলর। সুদর্শনা বলেন, তাঁকে হয়রানি, বদনাম এবং সর্বোপরি দলকে অপদস্থ করতেই এই ঘটনা ঘটানো হয়েছে। এক্ষেত্রে তাঁর ইঙ্গিত যে বিরোধী শিবিরের দিকে, তা স্পষ্ট। সুদর্শনা মুখোপাধ্যায় এও বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিনি তাঁর ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছেন। কেউ ভাবছেন তাঁর বাড়িতে চুরির ঘটনা ঘটিয়ে উন্নয়নের কাজকে থমকে দেবেন। রাজনীতি করবেন তা আমি হতে দেব না।’’
কাউন্সিলরের বাড়িতে এসে তদন্ত শুরু করেছেন গড়িয়াহাট থানার সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকরা। এলাকার ও কাউন্সিলরের বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তবে যে কায়দায় খাস কলকাতায় খোদ কাউন্সিলের বাড়িতে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে ,তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। হাইপ্রোফাইল এলাকায় তৃণমূল কাউন্সিলরের বাড়িতে চুরির ঘটনায় পুলিশ আশাবাদী খুব শীঘ্রই অপরাধীরা ধরা পড়বে।