You will be redirected to an external website

তাপস-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী ইতির বাড়িতেও গেল সিবিআই!

শনিবার সকালে তৃণমূল নেত্রীর বাড়িতে যায় কেন্দ্রীয় তদন্তকারীদের একটি দল! সংগূহীত ছবি

এবার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার ‘ঘনিষ্ঠ’ তৃণমূল নেত্রী ইতি সরকারের বাড়িতে হানা দিল সিবিআই। ইতি তৃণমূলের তেহট্ট এক নম্বর ব্লক সভাপতি। শনিবার সকালে তৃণমূল নেত্রীর বাড়িতে যায় কেন্দ্রীয় তদন্তকারীদের একটি দল। শনিবার তাপসের পুত্র সাগ্নিককে বেঙ্গালুরুতে জিজ্ঞাসাবাদ করে সিবিআই-এর একটি দল।

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এসে শনিবার ভোরে কাকভোরে তাপসের পুকুরপাড়ে তল্লাশি চালায় সিবিআই। শুক্রবার যেখানে কিছু নথি পোড়ানোর অভিযোগ ওঠে। সেই ঘটনাস্থল খতিয়ে দেখে পোড়া নথির বেশ কিছু নমুনা সংগ্রহ করে সকালেই বিধায়কের বাড়ি থেকে বেরিয়ে যান সিবিআই আধিকারিকেরা।সিবিআই প্রসঙ্গে তাপস বলেন, তাঁর কাছ থেকে দু'টি মোবাইল নিয়ে গিয়েছে সিবিআই ৷ তবে কলেজে গিয়ে তল্লাশি চালিয়ে কিছু পায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সেই সংক্রান্ত কাগজও তুলে ধরেন তিনি ৷ তাপস সাহার এক আত্মীয়ের মেয়ে শান্তিপুরে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক ৷ সে বিষয়েও তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে তিনি জানান ৷

তাঁর আরেক ভাই মুর্শিদাবাদে শিক্ষকতা করেন এবং তাঁর ছেলে বিদেশে থাকেন ৷ সেইসব নথিও সংগ্রহ করেছে তদন্তকারী সংস্থা ৷ এগুলি নিয়েও জেরা করা হয়েছে তাঁকে ৷ মাঝে কয়েক ঘণ্টার বিরতির পর আবার তল্লাশি অভিযান শুরু করে সিবিআই। এদিন সকাল ৬.১০ মিনিটে সিবিআই কয়েকটি নথিপত্র এবং তাপস সাহার দু'টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে নিয়ে চলে যায় ৷ বিধায়ক-ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল যুব নেতা মলয় বিশ্বাস, তৃণমূল নেতা মিঠু শাহ প্রমুখের বাড়িতে অভিযানের সম্ভাবনা রয়েছে।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট�...

টানা-ছ’ঘণ্টা-বিদ্যুৎহীন-শহরের-একাংশ,-নাকাল-নাগরিকেরা Read Next

টানা ছ’ঘণ্টা বিদ্যুৎহীন...

Related News