‘প্রশ্নপত্র’ নিয়ে সকাল সকাল মানিকের কাছে হাজির CBI
একেবারে নতুন একটি মামলা। টাকা নিয়ে পছন্দের জায়গায় চাকরি৷ আর সেই মামলাতেই ফের বিপাকে পড়েছেন প্রাক্তন প্রাথমিক পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য৷ গত মঙ্গলবার এ নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে৷ নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
বুধবার সকাল ৯ টায় সিবিআইয়ের একটি দল প্রেসিডেন্সি সংশোধনাগারে পৌঁছয়। দলে ছিলেন সিবিআইয়ের ৩ আধিকারিক৷ দলে সাইবার এক্সপার্টও রয়েছেন৷ মলয় দাস, ওয়াসিম আক্রম ও ধ্রুব এই ৩ জন সিবিআই আধিকারিক এসেছেন প্রেসিডেন্সি জেলে৷ সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ৷
মামলাকারীর অভিযোগ, মূলত চারটি জেলা বীরভূম, বাঁকুড়া, হুগলি এবং মুর্শিদাবাদে এই দুর্নীতি হয়েছে৷ ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়ায় এই চার জেলায় কোনও শূন্যপদ দেখানো হয়নি। ফলে বাধ্য হয়েই এই চার জেলার স্কুলে যাঁরা চাকরি নিতে ইচ্ছুক ছিলেন, তাঁদের দূরবর্তী কোনও জেলার স্কুল বাছতে হয়৷