You will be redirected to an external website

ভুল শুধরে নিতেই ফের অভিষেককে চিঠি সিবিআয়ের !

ভুল-শুধরে-নিতেই-ফের-অভিষেককে-চিঠি-সিবিআয়ের-!

দ্বিতীয় চিঠিতে ভুল শুধরে নিয়েছে সিবিআই! সংগৃহীত ছবি

সোমবারের চিঠিতে তলব করা হয়েছিল ডায়মন্ড হারবারের সাংসদকে। কিন্তু, তা নিয়ে বিতর্ক হতেই আপাতত ঢোক গিলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিনের চিঠিতে তা স্পষ্ট হচ্ছে। জানা গিয়েছে, দ্বিতীয় চিঠিতে ভুল শুধরে নিয়েছে সিবিআই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, আপাতত সোমবারের সমন অনুযায়ী নির্দিষ্ট দিনের মধ্যে তাঁকে হাজিরা দিতে হবে না। আদালতের পরবর্তী নির্দেশ পর্যন্ত হাজিরা স্থগিত রাখা হচ্ছে

সোমবারের পর মঙ্গলবার । ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস দিল সিবিআই । তবে, এবার আর তলব করা হয়নি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে । বরং আগের নোটিসের ভুল শুধরে নেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে । সেখানে বলা হয়েছে, অভিষেককে তলবের যে নোটিস পাঠানো হয়েছিল, তা আপাতত স্থগিত রাখা হচ্ছে ।

সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ সত্ত্বেও অভিষেককে তলব করেছিল সিবিআই । মঙ্গলবারই নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল । এরপরই সরব হন অভিষেক । সিবিআইয়ের বিরুদ্ধে হেনস্থার দাবি তোলেন তিনি । আদালত অবমাননারও অভিযোগ করেন অভিষেক । এরপরই মঙ্গলবার তৃণমূল সাংসদকে নোটিস পাঠায় সিবিআই । সিবিআই জানিয়েছে, সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আগের নোটিস স্থগিত রাখা হল ।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

বিদ্যুৎবিহীন-হরিদেবপুর,-গরমে-নাকাল-এলাকাবাসী-বিক্ষোভে-পথে! Read Next

বিদ্যুৎবিহীন হরিদেবপুর,...