বিকাশ মিশ্রকে জামিন দিল সিবিআই আদালত ! সংগৃহীত ছবি
কয়লা পাচারকাণ্ডে শর্তসাপেক্ষে বিকাশ মিশ্রকে জামিন দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। কলকাতা হাই কোর্ট থেকে তিনি আগেই জামিন পেয়েছিলেন। সেই শর্তই বজায় রেখে তাঁকে জামিন দেওয়া হল।
কয়েক মাস আগে বিকাশকে কয়লা পাচার মামলায় শর্তসাপেক্ষে জামিন দিয়েছিল কলকাতা হাই কোর্ট। কিন্তু সিবিআই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। বিকাশকে হেফাজতে চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানায় কেন্দ্রীয় সংস্থা। তারা জানিয়েছিল, কয়েক দিনের জন্য বিকাশকে যদি হেফাজতে পাওয়া যায়, তবে কয়লা পাচারকাণ্ডের তদন্তে তাদের সুবিধা হবে। সুপ্রিম কোর্ট সিবিআইয়ের আবেদনে সাড়া দিয়ে গত ১০ এপ্রিল নির্দেশ দেয়, বিকাশকে চার দিনের জন্য সিবিআইয়ের হেফাজতে থাকতে হবে।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, বিকাশকে চার দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছিল আদালত। মঙ্গলবার সেই হেফাজতের মেয়াদ শেষ হলে তাঁকে আদালতে তোলা হয়। সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী তাঁর জামিন মঞ্জুর করেন।
গত ১২ মে আসানসোলের সিবিআই আদালত বিকাশকে চার দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছিল। হেফাজতের মেয়াদ শেষে তাঁকে মঙ্গলবার আদালতে তোলা হয়। জামিন মঞ্জুর করেন বিচারক।