You will be redirected to an external website

করমণ্ডল-তদন্ত শুরু করল সিবিআই! খড়্গপুরে তলব ওড়িশার রেল কর্তাদের

করমণ্ডল-তদন্ত-শুরু-করল-সিবিআই!-খড়্গপুরে-তলব-ওড়িশার-রেল-কর্তাদের

করমণ্ডল-তদন্ত শুরু করল সিবিআই

রেলমন্ত্রী আগেই জানিয়েছিলেন, বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করবেন তাঁরা। সেই মতো তদন্তভার গিয়েছে কেন্দ্রীয় সংস্থার হাতে। সোমবার খড়্গপুর থেকে সেই তদন্ত শুরু করলেন সিবিআইয়ের গোয়েন্দারা।

সিবিআই সূত্রে খবর, বালেশ্বর, বাহানগা বাজার এবং ভুবনেশ্বর রেল স্টেশনের কয়েক জন আধিকারিককে সোমবার খড়্গপুরে আসতে বলা হয়েছে। সেই সঙ্গে দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এবং করমণ্ডল এক্সপ্রেসের কিছু যাত্রীকেও ডেকে পাঠানো হয়েছে। ঘটনার দিন ঠিক কী হয়েছিল, সে সম্বন্ধে তাঁদের বয়ান রেকর্ড করা হবে। তার পর কী থেকে দুর্ঘটনা, তা খতিয়ে দেখবে সিবিআই। পরে দুর্ঘটনাস্থলেও যাবেন গোয়েন্দারা।

করমণ্ডল এক্সপ্রেসের ঘটনায় প্রাথমিক তদন্তের পর রেল জানিয়েছিল, সিগন্যালের ত্রুটিই এই দুর্ঘটনার কারণ। কিন্তু রবিবার সকালে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্পষ্ট ইঙ্গিত দেন, দুর্ঘটনার নেপথ্যে রয়েছে মানুষের হাত। সে দিন সন্ধ্যায় তিনি জানান, সরকারের কাছে সিবিআই তদন্তের সুপারিশ করেছে রেল। এর পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি করমণ্ডলকাণ্ডে অন্তর্ঘাতের সম্ভাবনা দেখছে ভারতীয় রেল?

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

কয়লা-পাচার-মামলায়-অভিষেক-পত্নীকে-তলব-ইডির,-ডেকে-পাঠানো-হল-সিজিও-তে Read Next

কয়লা পাচার মামলায় অভিষে...