You will be redirected to an external website

নিজাম প্যালেসে হাজিরা দিতে অভিষেককে তলব করল সিবিআই

সিবিআই এর তলবে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ! সংগৃহীত ছবি

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠাল সিবিআই। জানা গিয়েছে, আগামী শনিবার হাজিরা দেবেন তিনি। সিবিআই সূত্রে খবর, শনিবার সকাল ১১টার মধ্যে কলকাতার নিজাম প্যালেসে তলব করা হয়েছে অভিষেককে। 

সেক্ষেত্রে তৃণমূলে নবজোয়ার যাত্রা স্থগিত রেখে বাঁকুড়া থেকে কলকাতায় রাতেই ফিরতে পারেন তিনি। ২২ মে থেকে সোনামুখী থেকে ফের জনসংযোগ কর্মসূচি শুরু করবেন বলে জানা যাচ্ছে।প্রসঙ্গত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর নির্দেশে উল্লেখ করেছিলেন, কুন্তল ঘোষের মুখোমুখি বসিয়ে অভিষেককে জেরা করা উচিত। এরপর সেই মামলা সুপ্রিম কোর্ট ঘুরে ফের হাইকোর্টে আসে। তবে বিচারপতি বদলে যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তিনি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখেন। 

আদালতের সময় নষ্ট করার জন্য অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা করা হয়। সেই রায়কে চ্যালেঞ্জ করলেও শুক্রবার অভিষেকের আবেদন জরুরি ভিত্তিতে শুনতে রাজি হয়নি বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। গতকাল পশ্চিম বর্ধমান থেকে অভিষেক বলেন, তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে তাঁর কোনও ভয় নেই।

AUTHOR :

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

তীব্র-মাত্রায়-কেঁপে-উঠল-ক্যালেডোনিয়া-,সতর্কতা-জারি-দ্বীপপুঞ্জে-!- Read Next

তীব্র মাত্রায় কেঁপে উঠল ...